North 24 Parganas News: হাসপাতালে বাবাকে দেখতে গিয়ে দেরি, ইতিহাস পরীক্ষা দেওয়া হল না পরীক্ষার্থীর

Last Updated:

বাবা দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় পরীক্ষা দিতে পারল না উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী।

পড়ুয়া পরীক্ষাই দিতে পারল না
পড়ুয়া পরীক্ষাই দিতে পারল না
উত্তর ২৪ পরগণাঃ পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয় উচ্চমাধ্যমিক দিতে পারল না ছাত্র। বাবা দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় পরীক্ষা দিতে পারল না উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না ছাত্র। বাবা পাঁচ দিন ধরে কলকাতার আরজিকর হাসপাতালে ক্যান্সারে আক্রান্তের কারণে ভর্তি আর সেখানেই গিয়েছিল ছেলে অভিজিৎ মিস্ত্রি।
বাবাকে দেখে সোমবার হাসপাতাল থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায় প্রায় দু'ঘণ্টা। আর সেই কারণেই এ বছরের ইতিহাস পরীক্ষায় বসা হল না অভিজিৎ মিস্ত্রির। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা হাটথুবা হাই স্কুলের ছাত্র অভিজিৎ মিস্ত্রির পরীক্ষার সিট পড়েছিল জয়গাছি শ্যামাপ্রসাদ বিদ্যায়তন স্কুলে।
advertisement
advertisement
আরও পড়ুন - দেশের এই জনজাতির অদ্ভুত রীতি, বর-কনে বাছতে এক রাতের সঙ্গী হয় দু’জন, নিয়ম চমকে দেবে
হাসপাতালে বাবার সঙ্গে দেখা করতে গিয়ে ট্রেনের সমস্যার কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে এক ঘন্টা বেশি দেরি করে ফেলে পরীক্ষার্থী অভিজিৎ মিস্ত্রি। বোর্ডের নিয়ম অনুসারে এক ঘন্টার বেশি দেরি করলে সে আর পরীক্ষা দিতে পারবে না সেই কারণে গেটের সামনে এসে ভেঙে পড়েন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র।
advertisement
এ দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত অভিভাবকরা ও সাংবাদিকরাও বোর্ডের কর্তাদের কাছে অনুরোধ করেন ছেলেটির মানবিক দিক দেখে যাতে পরীক্ষার ব্যবস্থা করা হয়। তবে হাবড়া শ্যামাপ্রসাদ বিদ্যায়তন স্কুলের সেন্টার ইনচার্জ তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। ছাত্রের ছাত্রটির অসহায় অবস্থার কথা ভেবে কিছুটা মানবিক হলে হয়ত ছাত্রের এক বছর নষ্ট হত না এমনটাই অভিমত অন্যান্য অভিভাবকদের।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হাসপাতালে বাবাকে দেখতে গিয়ে দেরি, ইতিহাস পরীক্ষা দেওয়া হল না পরীক্ষার্থীর
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement