হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
মুদিখানার মাল নিয়ে যাচ্ছিল, হঠাৎ ডুবে গেল নৌকা

North 24 Parganas News: সুন্দরবনে নৌকাডুবি, নিখোঁজ ২

নদী পারাপারের সময় সুন্দরবনে ডুবে গেল মালবোঝাই নৌকা, নিখোঁজ দু'জন

  • Share this:

উত্তর ২৪ পরগনা: বাংলায় আবার নৌকাডুবি। সুন্দরবনে ডুবে গেল মালবোঝাই নৌকা। নিখোঁজ ২। ওভারলোডিংয়ের কারণে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।

উত্তর ২৪ পরগনার সুন্দরবন অংশের ন্যাজাট এলাকার বেতনী নদীতে একটি মালবোঝাই নৌকা ডুবে যায়। তাতেই নিখোঁজ হয়েছেন নৌকায় থাকা দুই ব্যক্তি। এই নৌকা ডুবির জেরে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: গ্যাসে রান্না করার সময় দুর্ঘটনা এড়াতে ছাত্রীদের সচেতন করতে চায় পেট্রোলিয়াম মন্ত্রক

স্থানীয় সুত্রে খবর, বৃহস্পতিবার বেতনী নদীতে মুদিখানার মাল বোঝাই করে একটি যন্ত্র চালিত নৌকা বা ভুটভুটি সন্দেশখালির মণিপুর-কোড়াকাটিতে যাচ্ছিল। ওভারলোডিংয়ের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় মুদিখানার যাবতীয় মাল নদীতে তলিয়ে যায় বলে স্থানীয়রা জানান। সেই সময় নদীতে প্রচণ্ড স্রোত ছিল। সেটাও নৌকাডুবির অন্যতম কারণ হয়ে থাকতে পারে। অন্যান্য নৌকার মাঝিরা ছুটে এলেও দু'জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই দুর্ঘটনা প্রসঙ্গে সন্দেশখালি-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ্য বিকাশ মণ্ডল জানান, নিখোঁজ দু'জনের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসন সমস্ত রকম সাহায্য করছে।

জুলফিকার মোল্লা

Published by:Kaustav Bhowmick
First published: