North 24 Parganas News: ভয়াবহ রক্ত সঙ্কট! ডোনার আনলে তবেই বসিরহাট হাসপাতালে ব্লাড পাচ্ছেন রোগী

Last Updated:

রোগীর পরিজনরা ডোনার এনে দিলে একমাত্র তবেই মিলছে রক্ত। বসিরহাট জেলা হাসপাতালে মজুত রক্তের ভাঁড়ার কার্যত শূন্যে এসে ঠেকেছে।

+
title=

উত্তর ২৪ পরগনা: গরমের দাপট শুরু হতেই রক্ত সঙ্কটে ভুগতে শুরু করেছে বসিরহাট জেলা হাসপাতাল। রোগীর পরিজনরা ডোনার এনে দিলে একমাত্র তবেই মিলছে রক্ত। বসিরহাট জেলা হাসপাতালে মজুত রক্তের ভাঁড়ার কার্যত শূন্যে এসে ঠেকেছে।
গরমের সময় প্রতিবছর‌ই রক্তের সঙ্কট দেখা দেয়। কারণ চরম আবহাওয়ার জন্য এই সময় বিশেষ একটা রক্তদান শিবির আয়োজিত হয় না। কিন্তু এই বছর যেন একটু আগে থেকেই রক্তের সঙ্কট প্রবল হয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন হাসপাতালে। বসিরহাট জেলা হাসপাতালের উপর অসংখ্য মানুষ নির্ভর করেন। উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার ১০টি ব্লক ও তিন পুরসভা মিলিয়ে প্রায় ৩৫ লক্ষ মানুষের চিকিৎসার জন্য প্রধান ভরসা এই হাসপাতাল। কিন্তু সেখানেই রক্তের সঙ্কট এমন ভয়াবহ আকার ধারণ করায় গভীর দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন রোগীর পরিজনরা।
advertisement
advertisement
তাঁদের এই রক্তের সঙ্কটে কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বসিরহাট স্বাস্থ্য জেলার ব্লাড ব্যাংক ইনচার্জ বিজয়া ভট্টাচার্য। তিনি বলেন, একে তাপপ্রবাহ চলছে। তার উপর রমজান মাস ও চড়ক সন্ন্যাসী হওয়ার ফলে রক্তদানের পরিমাণ আরও কমে গিয়েছে। এই কারণেই রক্তের অভাব ঘটছে। তিনি সমস্ত মানুষকে রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
advertisement
যদিও এই রক্ত সঙ্কট মেটাতে উদ্যোগী হয়েছেন বসিরহাটের সমাজকর্মী ছন্দক বাইন ও ছাত্র অর্কজ্যোতি হাজরা। তাঁরা হাসপাতালে আগত রোগীর আত্মীয় থেকে শুরু করে পথ চলতি মানুষকে রক্তদান সম্পর্কে ওয়াকিবহাল করেছেন যাতে মানুষ আর‌ও বেশি করে রক্ত দিতে উদ্যোগী হয়।
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ভয়াবহ রক্ত সঙ্কট! ডোনার আনলে তবেই বসিরহাট হাসপাতালে ব্লাড পাচ্ছেন রোগী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement