Bangla News: বর্ষা পড়তেই চিন্তিত নদী পাড়ের মানুষ, সুন্দরবনে বাড়ছে আতঙ্ক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bangla News: ঝড়ের দগদগে ক্ষত এখনও সারিয়ে উঠতে পারেনি সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ। কিন্তু তারপরেও আতঙ্কে সুন্দরবন।
বসিরহাট: বর্ষা এলেই আতঙ্কে থাকেন সুন্দরবনের নদী পাড়ের বাসিন্দারা। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল সুন্দরবন। ইয়াশ, আম্ফান, ফণি, বুলবুল-সহ একাধিক ঝড়-ঝাপ্টাকে সামাল দিয়ে নিজে ধ্বংস হয়ে বাঁচিয়ে রাখে বসিরহাট, ক্যানিং, বারাসত-সহ কলকাতার মানব সমাজকে।
কিন্তু বরাবরই আতঙ্কের মধ্যে দিন কাটান বসিরহাটের সুন্দরবনের নদী পাড়ের মানুষজন। যখনই কোনও বিপর্যয় তাঁদের উপরে আসে তখনই তাঁরা এক প্রকার চোখের সামনে বিভীষিকা দেখেন। মূলত বর্ষার সময় প্রাকৃতিক দুর্যোগে কখনও নদীবাঁধ ভেঙে, আবার কখনও নদীবাঁধ উপচে বা কখনও ফুটো হয়ে নদীর জল ঢুকে যায়।
advertisement
আরও পড়ুন: রাস্তায় বাড়ছে আতঙ্ক, ঘরে ঢুকে গিয়ে কামড়ে ধরছে ‘পাগলা’ কুকুর! তুলকালাম আরামবাগে
যার ফলে প্লাবিত হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার গ্রামগুলি। অধিকাংশ এলাকায় বহু আগে নির্মাণ করা এখানকার ভেড়ি বাঁধগুলি আর পুনর্নির্মাণ করা হয়নি। ইয়াসের দগদগে ক্ষত এখনও সারিয়ে উঠতে পারেনি সন্দেশখালি, হিঙ্গলগঞ্জের বেশ কিছু এলাকার মানুষ। নদীর পাড়ে ত্রিপলের নিচে কোনও ক্রমে দিন কাটান।
advertisement
আরও পড়ুন: জওয়ানের নতুন গানে কী বার্তা শাহরুখের? শুনেই দেখুন, চমকে যাবেন!
আর সেজন্য বর্ষা এলেই চরম আতঙ্কে থাকেন, এই বুঝি নদীরবাঁধ ভেঙে গেল। তবে তারা বারবারই চাইছেন কংক্রিটের নদীবাঁধ। কংক্রিটের নদীবাঁধ পেলে হয়তো বা কিছুটা নিরাপত্তা বোধ করবেন সুন্দরবনের প্রান্তিক মানুষ। সব মিলিয়ে গত কয়েক বছরে বর্ষায় সময়েই একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী নদী পাড়ের মানুষের একটিই দাবি কংক্রিটের নদীবাঁধ।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 7:51 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangla News: বর্ষা পড়তেই চিন্তিত নদী পাড়ের মানুষ, সুন্দরবনে বাড়ছে আতঙ্ক