‘যখন আমার গার্লফ্রেন্ড ছিল, তখন আমার মায়েরও বয়ফ্রেন্ড ছিল’: কুনিকা-কুমার শানুর প্রেম নিয়ে অকপট ছেলে আয়ান
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সিদ্ধার্থ কান্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ান বলেছিলেন যে মা আর কুমার শানুর সম্পর্ক নিয়ে তিনি যা বুঝেছেন, আদতে বিষাক্ত ছিল।
বিগ বস ১৯-এর সূত্রে নতুন করে ক্রমাগতই সংবামাধ্যমের শিরোনামে উঠে আসছেন কুনিকা সদানন্দ। মায়ের বিতর্কিত জীবন নিয়ে জবাবদিহিও করে চলেছেন ছেলে আয়ান লাল। সম্প্রতি তিনি কুমার শানুর সঙ্গে মায়ের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘‘যখন আমার গার্লফ্রেন্ড ছিল, তখন আমার মায়েরও বয়ফ্রেন্ড ছিল।"
advertisement
সিদ্ধার্থ কান্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ান বলেছিলেন যে মা আর কুমার শানুর সম্পর্ক নিয়ে তিনি যা বুঝেছেন, আদতে বিষাক্ত ছিল। তিনি আরও বলেন, “আমি লক্ষ্য করেছিলাম যে মা সারা দিন বাড়িতে তাঁর গান গাইছেন। আমি মজাও করতাম। কিন্তু মা আসলেই তাঁকে একজন গায়ক হিসেবে ভালবাসেন। মা এখনও তাঁর গান গেয়ে থাকেন। লোকেরা বলছে যে প্রেম ২৭ বছর স্থায়ী হয়েছিল, কিন্তু মা আসলে যা বলেছিলেন তা হল যখন এটি ঘটেছিল তখন তাঁর বয়স ছিল ২৭ বছর।”
advertisement
আয়ান আরও বলেন, যখন তিনি কুনিকাকে কুমার শানু সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন কুনিকা বলেন, ‘‘তিনি আমার জীবনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। আমি তাঁকে সোলমেট হিসেবে দেখতাম, প্রত্যেকেরই জীবনে একবার হলেও এই ধরনের ভালবাসা অনুভব করা উচিত। যদিও শেষ পর্যন্ত সম্পর্কটা বিষাক্ত ছিল। খুব, খুব বিষাক্ত।’’
advertisement
কুনিকা সদানন্দ বিগ বসের ঘরেও এই সম্পর্কের কথা বলেন। তিনি বলেন যে কুমার শানু একজন বিবাহিত পুরুষ ছিলেন এবং কুনিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকার সময় তাঁর স্ত্রীর থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। তিনি আরও বলেন, “আমি তখন বিবাহিত ছিলাম না, আমরা লিভ-ইনে ছিলাম, কিন্তু তাঁর অন্য একটি মেয়ের সঙ্গেও সম্পর্ক ছিল। আমার সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করার পর আমি তাঁকে ছেড়ে চলে যাই।”
advertisement
এর আগে কুনিকা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি কুমার শানুর স্ত্রীর মতো ছিলেন এবং তাঁকে নিজের স্বামীর মতো মনে করতেন। ‘‘তাঁর স্ত্রী হকি স্টিক দিয়ে আমার গাড়ি ভাঙচুর করেছিলেন। তিনি আমার বাড়ির বাইরে এসে চিৎকার করতেন। কিন্তু আমি তাঁর ব্যাপারটা বুঝতে পারতাম। তিনি তাঁর সন্তানদের জন্য টাকা চাইতেন, তিনি ভুল ছিলেন না এই বিষয়ে। তিনি তো সাফ বলেছিলেন যে তাঁকে ফেরত চান না।’’
advertisement
অভিনেত্রী উটিতে গায়কের সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথাও স্মরণ করেন এই প্রসঙ্গে। অভিনেত্রী যখন উটিতে কাজে ব্যস্ত ছিলেন, তখন গায়ক তাঁর বোন এবং ভাগ্নের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন সেখানে। প্রথম সাক্ষাতের পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন গড়ে ওঠে। কুনিকা স্মরণ করেন যে, সেই সময় কুমার শানু তাঁর ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমনকি তিনি হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে নিজের জীবন শেষ করার চেষ্টাও করেছিলেন। তবে, সেই সময় চারপাশের লোকেরা, যার মধ্যে অভিনেত্রীও ছিলেন, তাঁকে জানালার ধার থেকে নামিয়ে আনতে সক্ষম হন। কুমার শানু নিজের দুঃখের কথা চিৎকার করে বলার সময় তাঁকে জড়িয়ে ধরেছিলেন। অভিনেত্রী বলেন যে এই হৃদয়বিদারক ঘটনাটিই তাঁকে এবং কুমার শানুর কাছে নিয়ে এসেছিল।