Digha Jagannath Temple: মহালয়া থেকে দশমী পর্যন্ত চলবে মহোৎসব! দিঘার জগন্নাথ ধামে কী কী চমক পর্যটকদের অপেক্ষায়? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha Jagannath Temple: মহালয়ার সকাল থেকেই দিঘার জগন্নাথধামে শুরু হয়েছে বিশেষ আয়োজন। মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় বিশেষ দিনের আধ্যাত্মিক কার্যক্রমের। মহালয়া থেকে দশমী পর্যন্ত প্রতিদিন পুজার্চনা, নামগান ও ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করেছে দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ড।
*মহালয়ার সকাল থেকেই দিঘার জগন্নাথধামে শুরু হয়েছে বিশেষ আয়োজন। মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় বিশেষ দিনের আধ্যাত্মিক কার্যক্রমের। মহালয়া থেকে দশমী পর্যন্ত প্রতিদিন পুজার্চনা, নামগান ও ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করেছে দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ড। স্থানীয় ভক্তদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা পর্যটকরাও এই বিশেষ আয়োজনে অংশ নিতে ভিড় জমাচ্ছেন। মন্দিরে পা রাখতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাসও স্পষ্ট।
advertisement
*মহালয়ার পূর্ণ তিথিতে দেব-দেবীর বিশেষ শোভাযাত্রা হয় জগন্নাথধামে। প্রভু জগন্নাথ, মহাদেব ও সুভদ্রাকে নতুন পোশাকে সাজানো হয়েছে। কলকাতা ইসকনের সন্ন্যাসীরা এই বিশেষ পোশাক তৈরি করে এনেছেন। নতুন সাজে জগন্নাথের দর্শন পেতে সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন। সকলের বিশ্বাস, নতুন সাজে দর্শন করলে মনোবাসনা পূর্ণ হয়।
advertisement
*ভোর থেকেই মন্দির প্রাঙ্গণ ভরে উঠেছে ভক্তিমূলক ভজন ও কীর্তনে। কলকাতা থেকে আসা ইসকনের সন্ন্যাসীরা সকাল থেকে গান পরিবেশন করছেন। তাঁদের কণ্ঠে ভজন ও নামসংকীর্তনে পরিবেশ হয়ে উঠেছে আধ্যাত্মিক। ভক্তদের সঙ্গে পর্যটকরা মেতে উঠেছেন এই বিশেষ আয়োজনে। সন্ধ্যাতেও চলবে একইভাবে কীর্তন। একটানা দশদিন ধরে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নামকীর্তন হবে।
advertisement
*কলকাতা ইসকনের-সহ সভাপতি ও দিঘা জগন্নাথধাম ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারামন দাস জানিয়েছেন, সুভদ্রা আসলে দুর্গারই এক রূপ। একইসঙ্গে তিনি জগন্নাথের বোন, আবার লক্ষ্মী ও কালিকা-সহ মাতৃকার নানা রূপের প্রতীক। মহালয়ার পুজোয় তাই সুভদ্রার ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিষাসুরমর্দিনী দুর্গা ও কালিকা দেবীর নানা রূপ সুভদ্রার মধ্যে সন্নিবিষ্ট থাকে। তাই মহালয়ায় বিশেষ পুজোর আয়োজন করা হয়।
advertisement
*মন্দির কর্তৃপক্ষের অনুমান, মহালয়া থেকে দশমী পর্যন্ত লক্ষাধিক ভক্ত ও পর্যটক ভিড় করবেন জগন্নাথধামে। ভোগ প্রসাদ ও কীর্তন ছাড়াও আশেপাশের এলাকা সাজিয়ে তোলা হয়েছে উৎসবের আবহে। দুর্গোৎসব উপলক্ষে যেভাবে দিঘায় পর্যটকের ঢল নামে, এবারের বিশেষ আয়োজন সেই ভিড় আরও বাড়াবে। ভক্তদের কাছে এ আয়োজন আধ্যাত্মিক, আর পর্যটকদের কাছে এটি এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠছে।