পৌর নির্মিত মার্কেটের গোডাউনে রমরমিয়ে চলছিল 'ভয়ঙ্কর' কারবার! খবর পায় পুলিশ, হানা দিতেই ফাঁস মালিকের সব ফন্দি
- Published by:Madhab Das
- local18
- Reported by:Supratim Das
Last Updated:
দুর্গাপুজোর আগে চারদিকে সাজো সাজো পরিস্থিতি, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, শপিং ইত্যাদি। তবে এসবের মধ্যেই জেলা তোলপাড় করে দিয়েছে বীরভূমের দুবরাজপুরের একটি ঘটনা।
দুবরাজপুর, বীরভূম, সুপ্রতিম দাস: হাতে মাত্র আর কয়েকটা দিন, আর তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে চারদিকে সাজো সাজো পরিস্থিতি, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, শপিং ইত্যাদি। তবে এসবের মধ্যেই জেলা তোলপাড় করে দিয়েছে বীরভূমের দুবরাজপুরের একটি ঘটনা।
দুবরাজপুরের পৌরসভা নির্মিত মার্কেটের একটি গোডাউনে লুকিয়ে লুকিয়ে এমন কাজ করছিলেন এক ব্যক্তি, যা ঘুণাক্ষরেও টের পাননি অন্য কেউ। এমনকি পার্শ্ববর্তী দোকানের মালিকরাও এই ঘটনার বিষয়টি জানতেন না বলেই দাবি করেছেন। তবে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে আর সেই অনুযায়ী পুরো প্ল্যান ভেস্তে দেয় তারা। ঠিক কী কাজ করছিলেন ওই দোকানের মালিক।
advertisement
advertisement
আসলে দুবরাজপুর পৌরসভা নির্মিত স্বামী ভুপানন্দ মার্কেটের একটি গোডাউনের মালিক লুকিয়ে লুকিয়ে গোডাউনে লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি মজুত করেছিলেন। ওই মার্কেটের ১৭ নম্বর গোডাউনে ছিল এই সমস্ত নিষিদ্ধ শব্দবাজি। মনে করা হচ্ছে দুর্গাপুজো ও আসন্ন অন্যান্য উৎসবের মরশুমে সেগুলি বাজারে ছড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল তার। কিন্তু বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ সেই খবর জানতে পারে এবং রবিবার দুপুরবেলায় ওই গোডাউনে হানা দেয়। আর সেখানে হানা দিয়ে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি আটক করে আনা হয় থানায়।
advertisement
এমন বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি মজুত রাখার পরিপ্রেক্ষিতে কোনরকম লাইসেন্স ছিল না ওই গোডাউনের মালিক চঞ্চল ইন্দের কাছে। কাগজপত্র দেখাতে না পারার কারণে অভিযুক্তকে গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ। সোমবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হবে। দুর্গাপুজোর মিটিংয়ে দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ শব্দবাজি ও ডিজে বন্ধ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও রমরমিয়ে চলছিল নিষিদ্ধ শব্দবাজি কারবার। যে কারণে এবার পুলিশ অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকা শব্দবাজি উদ্ধার করে। জানা যাচ্ছে, উদ্ধার হওয়া বাজিগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় ওই গোডাউনের পাশের এক দোকানের মালিক জানিয়েছেন, কোনও কারণে এত শব্দবাজির বিস্ফোরণ হলে ভয়ঙ্কর কাণ্ড বেঁধে যেতে পারত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 12:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পৌর নির্মিত মার্কেটের গোডাউনে রমরমিয়ে চলছিল 'ভয়ঙ্কর' কারবার! খবর পায় পুলিশ, হানা দিতেই ফাঁস মালিকের সব ফন্দি