North 24 Parganas News- চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বারাসতে উত্তেজনা, চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে
#উত্তর ২৪ পরগনা: নার্সিং হোমে শিশু মৃত্যুকে ঘিরে উত্তেজনা বারাসতে। চিকিৎসকদের গাফিলতিতেই মৃত্যু এমন অভিযোগ তুলে মঙ্গলবার রাতে বিক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবার। উত্তেজনা চরমে পৌঁছনোর আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, ৩ বছর ১০ মাস বয়সের শিশু তামিরুদ্দিন মন্ডলের সকাল থেকেই শ্বাসকষ্ট হচ্ছিল। তাকে সুস্থ করে তুলতে প্রথমে নিয়ে যাওয়া হয় আওয়ালসিদ্ধি এলাকায় এক চিকিৎসকের কাছে। পরিস্থিতি দেখে সেই চিকিৎসক শিশুটিকে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন। এরপরই পরিবার অসুস্থ শিশুটিকে নিয়ে ছুটে যায় বারাসত নবপল্লী এলাকায় এক বেসরকারি নার্সিং হোমে। শিশুর পরিবারের অভিযোগ, তামিরুদ্দিনকে বারাসতে এই বেসরকারি নার্সিং হোমে নিয়ে আসা হয় দুপুর ২টোর সময়। অথচ, সেই থেকে সন্ধ্যা পর্যন্ত তার কোন চিকিৎসা হয়নি।
দীর্ঘসময় পর একটি ইঞ্জেকশন দেওয়ার পর শিশুটি ঝিমিয়ে পরে বলে অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। ইঞ্জেকশন দেওয়ার কিছুসময় পরই শিশুটির মৃত্যু সংবাদ জানায় চিকিৎসকরা। এই ঘটনার পর চিকিৎসায় গাফিলতিতে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে ক্ষেপে ওঠেন পরিবারের লোকজন। পরিস্থিতি জটিল হওয়ার আগেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারাসত থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। গোটা ঘটনার তদন্তের আশ্বাস মিলেছে। এর আগেও রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে এই হাসপাতালের বিরুদ্ধে। গাফিলতির জেরে প্রাণ গেছে রোগীর। বারাসতের বুকে দীর্ঘদিন ধরেই চলছে এই নার্সিংহোম টি, ফলে বারাসতের মানুষের কাছে আপদে-বিপদে বড় ভরসা হয়ে ওঠে এই নার্সিংহোম। সে ক্ষেত্রে কেন এরকম ঘটনা ঘটলো তার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।
Location :
First Published :
March 02, 2022 7:32 PM IST