North 24 Parganas: পথচারীদের ফুটপাত ফিরিয়ে দিতে উদ্যোগ প্রশাসনের 

Last Updated:

ফুটপাতের জবর দখল হটাতে মধ্যমগ্রাম পুরসভা ও মধ্যমগ্রাম থানা যৌথ অভিযানে নামল। মধ্যমগ্রাম বাদু রোডের চৌমাথা থেকে আব্দালপুর পর্যন্ত মানুষের যাতায়াতের জন্য আলাদা করে রাস্তার দু'ধারে ফুটপাত করা হয়েছে।

উত্তর ২৪ পরগনা: ফুটপাতের জবর দখল হটাতে মধ্যমগ্রাম পুরসভা ও মধ্যমগ্রাম থানা যৌথ অভিযানে নামল। মধ্যমগ্রাম বাদু রোডের চৌমাথা থেকে আব্দালপুর পর্যন্ত মানুষের যাতায়াতের জন্য আলাদা করে রাস্তার দু'ধারে ফুটপাত করা হয়েছে। যখন এই ফুটপাত করা হয় তখন প্রতিটি দোকানদার কে বলা হয় তারা যেন এই ফুটপাতে কোন জিনিসপত্র না রাখেন। প্রথম অবস্থায় সেই ফুটপাত পথচারীদের যাতায়াতের জন্য ঠিক থাকলেও, ক্রমশ জবর দখল হতে থাকে। এমনকি বর্তমানে অস্থায়ী ভাবে কিছু মানুষকে টেবিল চেয়ার নিয়েও বসে ব্যবসা করতেদেখা যাচ্ছে ওই ফুটপাত এলাকায়। পাশাপাশি যাদের রাস্তার পাশে দোকান ছিল, তারাও দোকান ছেরে দোকানের বাইরে মালপত্র রাখা শুরু করেছেন। ফলে ফুটপাত নামেই রয়ে গিয়েছে।
কিন্তু, সেই ফুটপাত দিয়ে মানুষের যাতায়াত করার উপায় নেই। বেশ কয়েক বার মধ্যমগ্রাম পুরসভার তরফ থেকে ফুটপাত দিয়ে পথ চলতি মানুষদের যাতায়াতের জন্য পরিস্কার করার নির্দেশ দেওয়ার পরও কোন কাজ হয়নি। তাই সোমও মঙ্গলবার রাস্তায় নেমে ফুটপাতের জবরদখল হটাতে বাধ্য হয় মধ্যমগ্রাম পুরসভা ও মধ্যমগ্রাম থানার পুলিশ।
আরও পড়ুনঃ  ম্যাডক্স স্কোয়ারের ধাঁচে এবার দুর্গাপুজো নিউটাউনে
এর ফলে কিছু মানুষ অসন্তুষ্ট হচ্ছেন ঠিকই, কিন্তু পুরসভার দুই কাউন্সিলর জানান, তাদের কিছু করার নেই। এই নির্দেশ সকলকেই মানতে হবে। ফুটপাত মানুষের চলার জন্য। সেখানে জবরদখল করা যাবে না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এ কেমন শ্মশান! লোকচক্ষুর সামনেই চলে দাহকার্য!
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সরকার যেটা করছে সেটা ভালোর জন্যই করেছে। কিন্তু যাদের তুলে দেওয়া হচ্ছে তাদের জন্যও চিন্তা করা উচিত। ফলে আগামী দিনে প্রশাসন এদের জন্য কি উপায় বের করেন সেটাই দেখার।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: পথচারীদের ফুটপাত ফিরিয়ে দিতে উদ্যোগ প্রশাসনের 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement