তারুণ্যে জোর সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে ৪ নতুন মুখ
Last Updated:
ক্ষমতা হারানোর মাত্র সাত বছরের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়। পঞ্চায়েত ভোটে গোটা রাজ্য থেকেই কার্যত ধুয়ে- মুছে গেল বাম-কংগ্রেস।
#কলকাতা: ক্ষমতা হারানোর মাত্র সাত বছরের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়। পঞ্চায়েত ভোটে গোটা রাজ্য থেকেই কার্যত ধুয়ে- মুছে গেল বাম-কংগ্রেস। ঘুরে দাঁড়ানোর বদলে এখন কার্যত অস্তিত্ব সংকটে বামেরা। হাওড়া হোক বা দুই মেদিনীপুর কিংবা উত্তরবঙ্গ- সর্বত্রই একই দশা। এই অবস্থা দেখে প্রশ্ন উঠছে, রাজ্যে সংগঠন বলে আদৌ কি কিছু আছে সর্বভারতীয় এই দলের? এই পরিস্থিতিতে রাজ্য সম্পাদকমণ্ডলী গঠন করতে বসে নতুন করে ভাবতে হচ্ছে আলিমুদ্দিনকে।
রাজ্য সম্পাদকমণ্ডলীতে এবার যোগ হল নতুন ৪ মুখ- আভাস রায়চৌধুরী, সুমিত দে, অনাদি সাহু, মানব মুখোপাধ্যায় ৷ অশোক ভট্টাচার্য, রামচন্দ্র ডোম স্থায়ী আমন্ত্রিত ছিলেন ৷ শারীরিক অসুস্থার কারণে এবারে রাজ্য সম্পাদকমণ্ডলীতে থাকছেন না বুদ্ধদেব ভট্টাচার্য ৷ এদিনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে পর্যালোচনার পাশাপাশি সম্পাদকমণ্ডলী গঠন করা হয়েছে ৷ গতকাল কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বৈঠকে উপস্থিত থাকতে কলকাতায় পৌঁছন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷
advertisement
advertisement
জেলাওয়াড়ি পরিস্থিতি সামলানোর জন্য জেলা থেকে নতুন মুখ এনে রাজ্য নেতৃত্বে জায়গা দেওয়ার ওপরে জোর দেওয়া হয়েছে ৷
Location :
First Published :
May 24, 2018 3:31 PM IST