হাসনাবাদ থেকে গ্রেফতার মরা মুরগির কারবারে মূল অভিযুক্ত কওসর
Last Updated:
মরা মুরগির কারবারে ধৃত কওসর আলি ঢালি। কারবারের মূল অভিযুক্ত কওসর। হাসনাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।
#কলকাতা: প্রায় একমাস ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি শেষ। অবশেষে গ্রেফতার মরা মুরগির কারবারের মূল পান্ডা কওসর আলি ঢালি। কওসরের স্ত্রীর মোবাইলের টাওয়ার লোকেশনে নজর রাখছিল পুলিশ। হাসনাবাদের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার কওসর আলি ঢালি। বারাকপুর আদালতে তোলা হবে ধৃতকে।
প্রকাশ্যে আসে মরা মুরগি কারবার। তদন্তে নেমে পুলিশ খোঁজ পায় নিউটাউনের ঢালি চিকেন সেন্টারের। এই খামারেই রমরমিয়ে চলছিল মরা মুরগির কারবার। ঢালি চিকেন সেন্টারের মালিক কওসর আলি ঢালি ততক্ষণে বেপাত্তা।
তবে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। প্রায় একমাস পর অবশেষে পুলিশের জালে কওসর আলি ঢালি।
advertisement
বসিরহাটে বাড়ি, লেকটাউনে বিলাসবহুল ফ্ল্যাট থেকে দামী গাড়ি। মরা মুরগি বেচে কোটিপতি হয়েছিল কওসর। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে জানতে পেরে সেই বাড়ি থেকে স্ত্রী ও সন্তান নিয়ে পালায় সে।
advertisement
প্রায় একমাস বাদে বিধাননগর গোয়েন্দা বিভাগ, এয়ারপোর্ট ও হাসনাবাদ থানার পুলিশ যৌথভাবে গ্রেফতার করে কওসরকে।
নিউটাউন ছাড়াও কওসরের আরও একটি খামারের খোঁজ মিলেছে । তাকে জেরা করে সেই খামারের খোঁজ চালাচ্ছে পুলিশ।
Location :
First Published :
May 24, 2018 9:28 AM IST