Yogi Adityanath on Mahakumbh: '৫৬ কোটি মানুষের বিশ্বাসকে অপমান', মহাকুম্ভ নিয়ে বিরোধীদের জবাব দিলেন যোগী

Last Updated:

মহাকুম্ভের আয়োজন নিয়ে উত্তর প্রদেশ সরকারকে একাধিক বার তীব্র আক্রমণ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব৷

বিরোধীদের জবাব দিলেন যোগী আদিত্যনাথ৷
বিরোধীদের জবাব দিলেন যোগী আদিত্যনাথ৷
লখনউ: মহাকুম্ভকে ঘিরে একের পর এক বিতর্ক নিয়ে এবার বিরোধীদের জবাব দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তাঁর দাবি, মহাকুম্ভ নিয়ে একের পর এক কটূ মন্তব্য করে যে কোটি কোটি পুণ্যার্থী পুণ্যস্নান করছেন, তাঁদেরকেই অপমান করছেন বিরোধীরা৷
বুধবার উত্তর প্রদেশ বিধানসভায় যোগী আদিত্যনাথ বলেন, ‘এখনও পর্যন্ত প্রয়াগরাজে ৫৬ কোটি ২৫ লক্ষ মানুষ পুণ্যস্নান করেছেন৷ মহাকুম্ভ, মা গঙ্গা, সনাতন হিন্দু ধর্ম অথবা ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করলে আমরা এই ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়েই প্রশ্ন তুলে ফেলব৷ কোনও দল বা সংগঠন এই মহাকুম্ভ মেলার আয়োজন করে না৷ এটা সামাজিক একটি অনুষ্ঠান, সরকার শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করছে৷ এই শতাব্দীর মহাকুম্ভের সঙ্গে যুক্ত হতে পেরে রাজ্য সরকার গর্বিত৷’
advertisement
advertisement
যোগী আরও বলেন, ‘সব মিথ্যে প্রচারকে ব্যর্থ করে গোটা দেশ এবং বিশ্ব মহাকুম্ভে অংশ নিয়ে বেনজির সাফল্য এনে দিয়েছেন৷ মহাকুম্ভের আর সাত দিন মাত্র বাকি৷ ইতিমধ্যেই ৫৬ কোটি মানুষ পুণ্যস্নান সেরেছেন৷ গত ২৯ জানুয়ারি পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতদের প্রতি আমাদের সমবেদনা জানাই৷ কুম্ভে আসা যাওয়ার পথে যাঁদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তাঁদের প্রতিও আমাদের সমবেদনা রয়েছে৷ সরকার তাঁদের পাশে রয়েছে, তাঁদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে৷ কিন্তু এই বিষয়ে নিয়ে কি রাজনীতি করা উচিত? ‘
advertisement
মহাকুম্ভের আয়োজন নিয়ে উত্তর প্রদেশ সরকারকে একাধিক বার তীব্র আক্রমণ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব৷ গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ এ দিন মমতাকে সমর্থন জানিয়েছেন অখিলেশ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিও অভিযোগ করেছিলেন, ভিআইপি-দের পুণ্যস্নান নির্বিঘ্নে আয়োজন করতে গিয়েই সাধারণ পুণ্যার্থীদের দিকে নজর দেয়নি উত্তর প্রদেশ সরকার৷
বাংলা খবর/ খবর/দেশ/
Yogi Adityanath on Mahakumbh: '৫৬ কোটি মানুষের বিশ্বাসকে অপমান', মহাকুম্ভ নিয়ে বিরোধীদের জবাব দিলেন যোগী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement