হোম /খবর /দেশ /
'মুঘলরা রোল মডেল নয়,' মিউজিয়ামের নাম হঠাত্‍ বদলে শিবাজি করলেন যোগী আদিত্যনাথ

'মুঘলরা আমাদের রোল মডেল নয়,' আগ্রায় মিউজিয়ামের নাম হঠাত্‍ বদলে শিবাজি করলেন যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ

আগ্রায় নির্মীয়মান মুঘল মিউজিয়ামের নাম বদলে ছত্রপতি শিবাজি করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷

  • Last Updated :
  • Share this:

#লখনউ: আগ্রায় নির্মীয়মান মুঘল মিউজিয়ামের নাম বদলে ছত্রপতি শিবাজি করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ আজ অর্থাত্‍ সোমবার ভিডিও কনফারেন্সে নাম বদলে অনুমোদন দিলেন যোগী৷

এ দিন আগ্রা ডিভিশনের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রশাসনিক বৈঠক করছিলেন যোগী আদিত্যনাথ৷ বৈঠকেই তিনি নির্দেশ দেন, মুঘল মিউজিয়ামের নাম বদলে ছত্রপতি শিবাজি মহারাজের নামে করতে হবে৷

আদিত্যনাথের কথায়, 'দেশের গর্ব জড়িয়ে, এমন বিষয়কেই প্রচার করা দরকার৷ ক্রীতদাস পরিস্থিতির ইতিহাসকে নয়৷ মুঘলরা আমাদের রোল মডেল হতে পারে না৷ জাতীয়তাবাদী ভাবাদর্শকে উত্‍সাহিত করতে হবে৷ শিবাজি মহারাজ আমাদের হিরো৷'

তাজমহলের পূর্ব গেটে নির্মীয়মান মিউজিয়ামে মুঘল ও শিবাজির নানা ঐতিহাসিক তথ্য, ব্যবহৃত দ্রব্যাদি, শিল্পকর্ম-সহ নানা জিনিস প্রদর্শন করা হবে৷ এ দিন বৈঠকের আগে যোগী আদিত্যনাথ নির্দেশ দেন, ওই মিউজিয়ামে শিবাজির সম্মানে একটি গ্যালারিও তৈরি করতে হবে৷ সেই গ্যালারিতে আগ্রার সঙ্গে শিবাজির সম্পর্ক, তাঁর পালিয়ে যাওয়া ইত্যাদি ডিসপ্লে করা হবে৷ গোটা মিউজিয়ামটি তৈরি করতে খরচ হচ্ছে ১৪০ কোটি টাকা৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Yogi Adityanath