'মুঘলরা আমাদের রোল মডেল নয়,' আগ্রায় মিউজিয়ামের নাম হঠাত্ বদলে শিবাজি করলেন যোগী আদিত্যনাথ
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
আগ্রায় নির্মীয়মান মুঘল মিউজিয়ামের নাম বদলে ছত্রপতি শিবাজি করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
#লখনউ: আগ্রায় নির্মীয়মান মুঘল মিউজিয়ামের নাম বদলে ছত্রপতি শিবাজি করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ আজ অর্থাত্ সোমবার ভিডিও কনফারেন্সে নাম বদলে অনুমোদন দিলেন যোগী৷
এ দিন আগ্রা ডিভিশনের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রশাসনিক বৈঠক করছিলেন যোগী আদিত্যনাথ৷ বৈঠকেই তিনি নির্দেশ দেন, মুঘল মিউজিয়ামের নাম বদলে ছত্রপতি শিবাজি মহারাজের নামে করতে হবে৷
আদিত্যনাথের কথায়, 'দেশের গর্ব জড়িয়ে, এমন বিষয়কেই প্রচার করা দরকার৷ ক্রীতদাস পরিস্থিতির ইতিহাসকে নয়৷ মুঘলরা আমাদের রোল মডেল হতে পারে না৷ জাতীয়তাবাদী ভাবাদর্শকে উত্সাহিত করতে হবে৷ শিবাজি মহারাজ আমাদের হিরো৷'
advertisement
advertisement
তাজমহলের পূর্ব গেটে নির্মীয়মান মিউজিয়ামে মুঘল ও শিবাজির নানা ঐতিহাসিক তথ্য, ব্যবহৃত দ্রব্যাদি, শিল্পকর্ম-সহ নানা জিনিস প্রদর্শন করা হবে৷ এ দিন বৈঠকের আগে যোগী আদিত্যনাথ নির্দেশ দেন, ওই মিউজিয়ামে শিবাজির সম্মানে একটি গ্যালারিও তৈরি করতে হবে৷ সেই গ্যালারিতে আগ্রার সঙ্গে শিবাজির সম্পর্ক, তাঁর পালিয়ে যাওয়া ইত্যাদি ডিসপ্লে করা হবে৷ গোটা মিউজিয়ামটি তৈরি করতে খরচ হচ্ছে ১৪০ কোটি টাকা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2020 12:10 AM IST








