Yearender 2023: বছর শেষের ফিরে দেখা, এশিয়ান গেমস ২০২৩-এ ভারতেরই জয়জয়কার, ভেঙে গেল পুরনো রেকর্ড
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Yearender 2023: বছর শেষে এশিয়ান গেমস ২০২৩ জুড়ে ভারতের দাপট আরও একবার ফিরে দেখা যাক।
কলকাতা: এশিয়ান গেমস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে চিনের হ্য়াংঝাউতে চলতি বছরের গত ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। আর এশিয়ান গেমসের এই মরশুমে ভারতের কৃতিত্ব অনস্বীকার্য। কারণ রেকর্ড সংখ্যক পদক জয় করেছে ভারত। বছর শেষে এশিয়ান গেমস ২০২৩ জুড়ে ভারতের দাপট আরও একবার ফিরে দেখা যাক।
এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের ঝুলিতে এসেছে মোট ১০৭টি পদক। এর মধ্যে ২৮টি স্বর্ণ পদক, ৩৮টি রৌপ্য পদক এবং ৪১টি ব্রোঞ্জ পদক। আর এর সঙ্গে সঙ্গে ভারত চতুর্থ স্থান অধিকার করেছে। ওই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে চিন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপান এবং সাউথ কোরিয়া।
advertisement
advertisement
এদিকে পরিসংখ্যান বলছে, ২০১৮-র এশিয়ান গেমসের তুলনায় অনেকটাই অগ্রগতি দেখা গিয়েছে। কারণ ওই মরশুমে ভারতের ঝুলিতে এসেছিল ৭০টি পদক। যার মধ্যে ১৬টি ছিল স্বর্ণ পদক।
চলতি বছর এশিয়ান গেমসের শেষ দিনের আগের দিনই ৯৫টি পদকের চূড়া স্পর্শ করেছিল ভারত। একেবারে শেষ দিনেও পদকের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা ছিল প্রবল। আর সেটাই হয়েছে। এশিয়ান গেমসের শেষ দিনেও আশ্চর্যজনক ভাবে ১২টি পদক এসেছে ভারতের ঝুলিতে। ওই দিন ৬টি সোনা, ৪টি রুপো এবং ২টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা।
advertisement
রইল এশিয়ান গেমস ২০২৩ সংক্রান্ত কিছু জরুরি আপডেট:
১. সিঙ্গল এসএল৪ ক্যাটাগরিতে রৌপ্য পদক জয় করেছেন ব্যাডমিন্টন খেলোয়াড় সুকান্ত কদম।
২. ব্যাডমিন্টন মেনস ডাবলস-এ সোনা জয় সাত্ত্বিক-চিরাগ জুটির।
৩. ভারতের পুরুষ এবং মহিলাদের দল দাবায় দুটি রৌপ্য পদক জয় করেছেন।
৪. মেনস ফ্রিস্টাইল ৮৬ কেজি ইভেন্টে রুপো আনলেন দীপক পুনিয়া।
advertisement
৫. ভারতের পুরুষদের কাবাডি দল ইরানকে হারিয়ে সোনা জয় করল।
৬. মেয়েদের হকিতে জাপানকে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের।
৭. তীরন্দাজ ওজস প্রবীণ দেওতালে জিতলেন সোনা।
৮. পুরুষদের ভারতীয় ক্রিকেট দল সোনা জিতেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2023 5:07 PM IST