Tasty Food: হুড়মুড়িয়ে জমছে ভিড়, চাউমিন সিঙাড়ার সিক্রেট রেসিপি বলে দিলেন দোকানদার

Last Updated:

Tasty Food: ভোল বদলে আলুর বদলে শিঙাড়ায় পুর এবার চাউমিন! চেখে দেখতে ক্রেতার ঢল

+
চাউমিন

চাউমিন শিঙাড়া

উত্তর দিনাজপুর: শীতের সন্ধ্যায় গরম গরম সিঙাড়া আর চা কে না ভালোবাসে?সাধারনত আমরা আলুর পুর ভরা সিঙাড়া খেয়ে থাকি। অনেক ক্ষেত্রে মাংসের পুর দেওয়া সিঙাড়াও বর্তমান বাজারে পাওয়া যায়। কিন্তু কখনও চাওমিনের পুর দেওয়া সিঙাড়া কী খেয়েছেন? হ্যাঁ চাউমিনের ‘চাইনিজ ট্যুইস্ট’ রয়েছে সিঙাড়া।
যার এক কামড় দিলেই আলুর পরিবর্তে বেরিয়ে আসবে মশলাদার চাউমিন। আর এইএই চাইনিজ সিঙাড়া বানিয়ে ক্রেতাদের মন জয় করে নিয়েছেন কালিয়াগঞ্জ এর কুনোর মোড়ে অবস্থিত এক সিঙাড়া দোকানের মালিক রিধম সরকার ও তার মা মনিকা সরকার। মাত্র ১০ টাকায় রিধম ও তার মায়ের হাতের তৈরি সিঙাড়া খেতে বহু দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন দোকানে।
advertisement
advertisement
সিঙাড়া তৈরির কারিগর মনিকা সরকার জানান,শীতের বিভিন্ন ধরনের সবজি, রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি, ক্যাপসিকাম কুঁচি, গাজর কুঁচি, এছাড়াও পছন্দ মতো সবজি দিয়ে চাউমিন  ভেজে তার মধ্যে চিলি সস, সয়া সস, পরিমাণমতো নুন সহ সমস্ত ধরণের মশলা দিয়ে প্রথমে চাউমিন তৈরি করা হয়৷
advertisement
আরেকটিকে ময়ান দিয়ে রাখা ময়দা বেলে তার মধ্যে চাওমিন  ঢুকিয়ে সিঙ্গারা শেপে করে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যায় এই চাওমিন সিঙাড়া । যা খেতে দুর্দান্ত। দোকানের মালিক রিধম সরকার জানান, ছোট থেকে বড় সকলেই চাউমিন ভীষণ পছন্দ করেন। আলুর সিঙ্গাড়া অনেক জায়গায় পাওয়া গেলেও চাউমিন সিঙ্গাড়া অনেক জায়গায় পাওয়া যায় না তাই চাউমিন দিয়ে তৈরি করা হয়েছে এই সিঙ্গাড়াগুলি। চাউমিন সিঙাড়া খেতে আসা ক্রেতারা জানান, এই সিঙড়ার টেস্ট এতটাই যে যাঁরা একবার খাবেন তাঁরা  বারবার খেতে চাইবেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tasty Food: হুড়মুড়িয়ে জমছে ভিড়, চাউমিন সিঙাড়ার সিক্রেট রেসিপি বলে দিলেন দোকানদার
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement