Yashwant Sinha: তাঁর বাড়িতেও হানা দিতে পারে কেন্দ্রীয় ইজেন্সি, বিস্ফোরক দাবি যশবন্ত সিন্হার

Last Updated:

Yashwant Sinha: মহারাষ্ট্র নিয়ে প্রশ্নে যশবন্ত সিনহা বলেন, "মহারাষ্ট্রে যা হচ্ছে, তা এই সবেরই পুনর্নির্মাণ। বিজেপি বলছে তারা কিছু জানে না, তা হলে শিবসেনার বিধায়করা অসম কেন গেল? গুজরাট কেন গেল? পশ্চিমবঙ্গ কেন গেল না?’’

ফাইল চিত্র
ফাইল চিত্র
#নয়াদিল্লি:  রাষ্ট্রপতি নির্বাচন মিটলেই আমার বাড়িতেও ইডি হানা দিতে পারে। শুক্রবার বললেন যশবন্ত সিনহা। বিরোধী দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তদন্তকারী এজেন্সি কাজে লাগিয়ে হেনস্থার আশঙ্কা প্রকাশ করলেন যশবন্ত। তাঁর আশঙ্কা, বিরোধী দলের প্রার্থী হওয়ায় তাঁর বাড়িতে এ বার তল্লাশি চালাতে পারে ইডি, সিবিআই বা আয়কর দফতর। তিনি বলেছেন, মহারাষ্ট্রের ঘটনার পেছনে রয়েছে বিজেপি। বিজেপি'র অর্থবল। ইডি এবং সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি।দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যখন রাজনীতি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে চালনা করছে।
আরও পড়ুন: 'ঘটিবাটি সবই যাবে...' বিস্ফোরক দিলীপ ঘোষ! নিশানা করলেন কাকে? তীব্র আলোড়ন
যশবন্তের দাবি, মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট তৈরি করার পেছনে রয়েছে মহারাষ্ট্রের সরকার দখল করা এবং রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের ভোট কম করা। বিজেপি'র "অপারেশন কমল" ফর্মুলা রয়েছে। এই ফর্মুলায় যেখানে অন্য রাজনৈতিক দল সরকার গড়েছে সেই সরকার ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। এই ফর্মুলায় অর্থের অপব্যবহার করা হয়। সরকারি এজেন্সির অপব্যবহার করা হয়। বিরোধীদের ধমকানো হয়। বিধায়ক বেচাকেনা করা হয়। এই ভাবেই বিরোধীদের সরকার ফেলে দিয়ে নিজেদের সরকার গড়ার চেষ্টা চালিয়ে যায় তারা।  বিরোধী দলের রাষ্ট্রপতি পদপ্রার্থীর গলাতে এ দিন শোনা গিয়েছে খেলা হবে স্লোগানও।
advertisement
advertisement
মহারাষ্ট্র নিয়ে প্রশ্নে যশবন্ত সিনহা বলেন, "মহারাষ্ট্রে যা হচ্ছে, তা এই সবেরই পুনর্নির্মাণ। বিজেপি বলছে তারা কিছু জানে না, তা হলে শিবসেনার বিধায়করা অসম কেন গেল? গুজরাট কেন গেল? পশ্চিমবঙ্গ কেন গেল না? বিরোধী-শাসিত কোন রাজ্যে কেন গেল না ?" রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েই কাকে ফোন করেছিলেন। তিনি বলেন, "নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, লালকৃষ্ণ আদবানিকে সমর্থন চেয়ে ফোন করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমনকি প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানিকেও আশীর্বাদ নেওয়ার জন্য ফোন করেছি। আদবানিজির আশীর্বাদ আমার সঙ্গে আছে।" মোদি সরকারের কাশ্মীর নীতির সমলোচনা করে তিনি বলেন, এ বারই প্রথম যখন জম্মু ও কাশ্মীরের বিধায়কদের ভোট থাকবে না রাষ্ট্রপতি নির্বাচনে। সাংসদরা ভোট দিতে পারবেন কিন্তু বিধানসভা না থাকায় বিধায়করা ভোট দিতে পারবেন না এটা অত্যন্ত দুঃখের বিষয়। তাঁর অভিযোগ, এই সরকার দ্বন্দ্ব জিইয়ে রাখায় বিশ্বাস করে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সর্বসম্মত প্রার্থী দেওয়ার পথে হাঁটেনি। তার কারণ এই সরকার সর্বসম্মতিতে বিশ্বাস করে না। তারা বিরোধী দলের সঙ্গে কনফ্রন্টেশন জিইয়ে রাখায় বিশ্বাস করে।
advertisement
যশবন্তের কথায়, "আমরা লড়াইয়ের ময়দানে আছি। এর মোকাবিলা করব।" রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বললেন, " প্রথমতঃ পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে। আজ যে পরিস্থিতি আছে আগামীকাল সেই পরিস্থিতি থাকবে তার কোনও নিশ্চয়তা নেই। দ্বিতীয়তঃ এই লড়াই নীতি-আদর্শ বিচারধারা লড়াই তাই আমরা এই লড়াই চালিয়ে যাব। লড়াইয়ে যে কোনও ফল হতে পারে।"
RAJIB CHAKRABORTY
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Yashwant Sinha: তাঁর বাড়িতেও হানা দিতে পারে কেন্দ্রীয় ইজেন্সি, বিস্ফোরক দাবি যশবন্ত সিন্হার
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement