World Poorest Family: গোটা পরিবারের বছরে আয় মাত্র ২ টাকা! জানুন পিছনে আসল কারণটি

Last Updated:

Uttar Pradesh News: গোটা পরিবারের বছরে আয় মাত্র ২ টাকা! ব্যাপারটা ভাইরাল হতেই প্রকাশ্যে আসে আসল ঘটনাটি৷ পরিবারের আয় প্রায় ৪০ হাজার টাকা, কিন্তু আয়ের শংসাপত্রে লেখা হয়েছে ২টাকা!

গোটা পরিবারের বছরে আয় মাত্র ২ টাকা! জানুন পিছনে আসল কারণটি
গোটা পরিবারের বছরে আয় মাত্র ২ টাকা! জানুন পিছনে আসল কারণটি
সাগর: বুন্দেলখণ্ডের সাগর থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। এখানে একটি পরিবারের আয় বছরে মাত্র ২ টাকা। তহসিলদারের স্বাক্ষরে জারি করা এই আয়ের শংসাপত্রটি এখন ভাইরাল হয়েছে এবং মানুষের মধ্যে আলোচনার বিষয়। চিঠিটি বের হওয়ার পর মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দুই টাকায় কীভাবে সংসার চলে, খরচ মেটাবে কীভাবে, কোথায় থাকে, কোথায় যায়, কী করে?
সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হওয়া এই আয়ের শংসাপত্র মানুষকে অবাক করে দিচ্ছে। ভাইরাল ছবির সাথে ক্যাপশন দেওয়া হয়েছে যে… এই ভদ্রলোক বিশ্বের সবচেয়ে গরিব মানুষ, কারণ তার আয় মাত্র দুই টাকা। এই আয়ের শংসাপত্রটি বান্দা তহসিলের ঘোঘরা গ্রামের বলরাম চাধরের। এই আয়ের শংসাপত্রটি ২০২৪ সালের জানুয়ারিতে তৈরি করা হয়েছিল। কিন্তু আজ হঠাৎ করেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
লোকাল 18 জানতে পেরেছে যে, তিজ্জু চাধরের পরিবার ঘোঘরা গ্রামে থাকে। তিজ্জুর পরিবারে দুই ছেলে ও এক মেয়েসহ পাঁচজন রয়েছে। আর্থিক অবস্থা খারাপ থাকায় পুরো পরিবারই শ্রমিকের কাজ করে। বলরাম তাদের ছোট ছেলে, যে ১২ ক্লাসে পড়ে। বৃত্তি পাওয়ার জন্যই বলরাম এই আয়ের শংসাপত্র তৈরি করেছিলেন৷ কিন্তু বৃত্তি না এলে তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এরপর শিক্ষকরা খোঁজ নিলে জানতে পারেন সার্টিফিকেটে যে আয়ের কথা বলা হয়েছে তা আসলে ভুল।
advertisement
বলরাম জানিয়েছেন, যে তিনি সিএসসি কেন্দ্র থেকে এই আয়ের শংসাপত্রটি পেয়েছিলেন, যেখানে তিনি ৪০ হাজার টাকা আয়ের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু, সেখানে ২ টাকা লেখা ছিল। আশ্চর্যের বিষয় হল যে কর্মচারীরা বা তহসিলদার যে শংসাপত্রে স্বাক্ষর করেছেন এবং এটি প্রদান করেছেন তারা কেউই মনোযোগ দেননি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
World Poorest Family: গোটা পরিবারের বছরে আয় মাত্র ২ টাকা! জানুন পিছনে আসল কারণটি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement