Uttar Pradesh News: পড়াশোনা করতে দেয় না স্বামী, বিয়ের আগে দেওয়া প্রতিশ্রুতি ভাঙতেই স্ত্রী যা করলেন...

Last Updated:

Uttar Pradesh News: পড়াশোনা করতে দেয় না স্বামী, বিয়ের আগে দেওয়া প্রতিশ্রুতি ভাঙতেই ডিভোর্সের পথে সম্পর্ক। চেষ্টার ত্রুটি রাখছে পুলিশ। বিস্তারিত জানুন...

পড়াশোনা করতে দেয় না স্বামী, বিয়ের আগে দেওয়া প্রতিশ্রুতি ভাঙতেই স্ত্রী যা করলেন...
পড়াশোনা করতে দেয় না স্বামী, বিয়ের আগে দেওয়া প্রতিশ্রুতি ভাঙতেই স্ত্রী যা করলেন...
.আগ্রা: ছোটবেলায় একটা কথা নিশ্চয়ই শুনেছেন, পড়াশোনা করে যে গাড়িঘোড়া চরে সে৷ এই বিষয়টাই যে কোনও এক বিয়ে ভেঙে দেবে সেটা হয়তো কেউ আশা করেননি৷ কিন্তু উত্তরপ্রদেশে এমনই এক ঘটনা ঘটেছে৷ যার কারণ জানলে অবাক হয়ে যাবেন আপনিও৷
বিয়ের আগে শ্বশুরবাড়ির লোকেরা রাজি থাকলেও, বিয়ের পরে বেঁকে বসেছে তারা৷ অন্তত এমনই দাবী সদ্য বিবাহিত স্ত্রী-এর৷ পুলিশের কাছে .তিনি অভিযোগ জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী ঠিক করেছিলেন যে বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যাবেন৷ শ্বশুরবাড়ির সবাই তখন সেই সিদ্ধান্তে রাজিও হন৷ কিন্তু বিয়ের পরই সব হিসাব পাল্টে যায়৷
advertisement
advertisement
আগ্রার ট্রান্স যমুনা এলাকার বাসিন্দা ওই তরুণীর আট মাস আগে সাদাবাদে বিয়ে হয়েছিল। বিয়ের আগে শর্ত ছিল বিয়ের পরও মেয়ে পড়ালেখা চালিয়ে যাবে। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া শুরু হয়৷ ঝগড়ার কারণ সেটাই, যেটা তাঁর বর তাঁকে দিতে রাজি হয়েছিল৷ স্ত্রী-এর অভিযোগ, তিনি বিটিসি করেছেন এবং আরও পড়াশোনা চালিয়ে যেতে চান৷ কিন্তু স্বামী এখন তাঁকে কোনও সাহায্য করছেন না৷ শুধু তাই নয়, তাঁর পড়াশোনাও বন্ধ করে দিতে চাইছেন৷
advertisement
অশান্তি চরমে পৌঁছলে, মেয়েটির স্বামী তাঁকে বাপের বাড়িতে গিয়ে রেখে আসেন৷ এরপর পরিবারের কাছে গোটা ঘটনার কথা বলেন মেয়েটি৷ পরিবারের সদস্যদের থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ মামলাটি আপাতত দেখছে। তারা স্বামী-স্ত্রীকে কাউন্সিলরের কাছে পাঠানোর ব্যবস্থাও করেন৷
advertisement
কাউন্সেলিং সেন্টারের কাউন্সেলর ডাঃ অমিত গৌড়ের কাছে বিষয়টা পৌঁছালে তিনি স্বামী-স্ত্রী দুজনকেই ফোন করেন। স্বামীর অভিযোগ, তিনি চান না তার স্ত্রী বেশি লেখাপড়া করে চাকরি করুক। ঘরে টাকা পয়সার অভাব নেই, তবু বউ পড়ালেখার জন্য জোরাজুরি করছে। স্বামীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন স্ত্রী। জানিয়েছেন, বিয়ের আগে তাকে পড়াশোনার শর্ত দেওয়া হয়েছিল, তখন সবাই রাজি হয়ে যায়। এখন তাঁকে বিয়ের আর পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না।
advertisement
বর্তমানে কাউন্সেলররা দুজনকেই বোঝানোর চেষ্টা করলেও কাজ হয়নি। এখন কাউন্সেলররা দুজনকেই পরবর্তী তারিখ দিয়েছেন। দেখা যাক জল এবার কতদূর গড়ায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: পড়াশোনা করতে দেয় না স্বামী, বিয়ের আগে দেওয়া প্রতিশ্রুতি ভাঙতেই স্ত্রী যা করলেন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement