Bus Accident: প্রবল গতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত ৯, আহত একাধিক

Last Updated:

MP Bus Accident: প্রবল গতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত ৯, আহত একাধিক

প্রবল গতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত ৯, আহত একাধিক
প্রবল গতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত ৯, আহত একাধিক
ভোপাল: মধ্যপ্রদেশের মাইহার জেলায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা নয়জনে গিয়ে দাঁড়িয়েছে৷ যে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তাঁরাও মারা গিয়েছেন বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। নিহতদের মধ্যে সাতজন উত্তরপ্রদেশের বাসিন্দা।
জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে জাতীয় সড়ক ৩০-এ দুর্ঘটনাটি ঘটেছে। শনিবার রাত ১১ টার দিকে মাইহারে একটি পাথর বোঝাই ট্রাকে বাসটি ধাক্কা মারে৷ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছিলেন বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে৷
advertisement
advertisement
মাইহারের পুলিশ সুপার (এসপি) সুধীর আগরওয়াল পিটিআইকে জানিয়েছেন, বাসটি প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে প্রয়াগরাজ থেকে রওয়ানা দিয়েছিল৷ এটি রেওয়া হয়ে নাগপুরের দিকে যাচ্ছিল৷ নাদান দেহাত থানার কাছে ঘটেছে ঘটনাটি৷ ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন বহু৷ ঘটনাস্থলে ছয়জন মারা গেলেও, তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় সাতনার একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু লাভ হয়নি৷ মারা গিয়েছেন তাঁরা৷ নিহতদের মধ্যে সবাই পুরুষ৷ একটি শিশুও রয়েছে, যার বয়স চার বছর৷
advertisement
সাতটি মৃতদেহকে শনাক্ত করা গিয়েছে। নিহতদের মধ্যে চারজন জৌনপুরের, তিনজন উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা৷ আগরওয়াল বলেছেন, বাকি দুজন পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। চারজন নিহতের দেহ ময়নাতদন্তের জন্য মাইহারে এবং তিনজনের দেহ সাতনায় নিয়ে যাওয়া হয়েছে৷ এসপি জানিয়েছেন, দুর্ঘটনায় বাকি যারা আহত হয়েছেন, তাদের বেশিরভাগকেই জৌনপুর এবং প্রতাপগড়ের, রেওয়া-সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
জানা গিয়েছে বাসটি দ্রুত গতিতে চলছিল। ধ্বংসাবশেষ থেকে যাত্রীদের বের করার জন্য উদ্ধারকারী দলকে গ্যাস কাটার ব্যবহার করতে হয়েছিল। পুলিশ জানায়, রবিবার দুপুর দুটোর পরে উদ্ধার অভিযান শেষ হয়।
এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক্স-এ একটি পোস্টে লিখেছেন, “নয়জনের মৃত্যুর ব্যাপারটা খুবই দুঃখের৷ একজন যাত্রীর অবস্থা গুরুতর। আমি আহতদের জন্য ইশ্বরের কাছে দ্রুত আরোগ্য কামনা প্রার্থনা করছি৷ করার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি।”
বাংলা খবর/ খবর/দেশ/
Bus Accident: প্রবল গতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত ৯, আহত একাধিক
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement