Haryana: বাড়ি ফেরার পথে অটোতেই গণধর্ষণ তরুণীর! ফরিদাবাদের নৃশংস ঘটনায় তোলপাড়
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
বাড়ি ফেরার পথে অটোতেই গণধর্ষণ তরুণীর!
হরিয়ানা: হরিয়ানার ফরিদাবাদের ঘটনায় তোলপাড়! অটোতে গণধর্ষণ করা হল এক ২৪ বছরের তরুণীকে। বাড়ি ফেরার পথে অটোতে এক তরুণীকে গণধর্ষণ করে অটো চালক ও তার ২ সহযোগী বলে অভিযোগ। তথ্য অনুযায়ী, ঘটনাটি ফরিদাবাদ বিপিটিপি এলাকায় ঘটেছে বলে জানা যায়।
বাড়ির ফেরার জন্য অটোতে উঠেছিল ওই তরুণী। রাস্তায় অটোর মধ্যেই তাকে গণধর্ষণ করে ৩ অভিযুক্ত বলে অভিযোগ। ঘটনায় ২ অভিযুক্ত সানোদ ও বিষ্ণুকে সেই রাতেই গ্রেফতার করে পুলিশ। শীঘ্রই তৃতীয় অভিযুক্ত বীরেন্দ্রকেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
জাতীয় সড়ক থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে নৃশংস ভাবে ধর্ষণ করা হয় ওই তরুণীকে। সুবে সিং নামের এক পুলিশ মুখপাত্র জানিয়েছেন, “এক তরুণীর গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তৃতীয় অভিযুক্তকেও শীঘ্রই গ্রেপ্তার করা হবে।”
সেন্ট্রাল থানা সূত্রে জানা গিয়েছে, ২৪ বছরের ওই তরুণী হরিয়ানার বল্লভগড়ের বাসিন্দা এবং ফরিদাবাদের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরতা। রোববার রাতে এই ঘটনা ঘটে। সেক্টর-১২ টাউন পার্ক থেকে বাড়ির দিকে রওনা দিতেই অটোতে ওঠেন নির্যাতিতা। প্রথমে অটোতে শুধু একজন চালকই ছিলেন বলে জানান ওই নির্যাতিতা।
advertisement
কিন্তু পরে অটোতে চালকের ২ সঙ্গীও চাপে। তিন অভিযুক্ত মেয়েটিকে বিপিটিপি ব্রিজ পার হওয়ার সময় ফরিদাবাদের নির্জন এলাকায় নিয়ে যায় এবং তারপর তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2023 2:06 PM IST