Fardiabad Incident: ফরিদাবাদে চলন্ত গাড়ির মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ! রাস্তায় ছুড়ে ফেলা হল নির্যাতিতাকে

Last Updated:

বাড়ি ফেরার সময় রাত হয়ে যাওয়ায় কোনও যানবাহন পাননি তিনি৷ বাধ্য হয়ে একটি ভ্যানে লিফট নেন তিনি৷ সেই গাড়িটিতে আগে থেকেই দুই অভিযুক্ত ছিল৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ফরিদাবাদে চলন্ত গাড়ির ভিতরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল৷ নির্যাতনের পর ওই তরুণীকে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় ওই তরুণীর শরীরে গুরুতর আঘাতও লাগে৷ তাঁর শরীরে ১২টি সেলাইও পড়েছে৷
দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গুরুগ্রাম-ফরিদাবাদ রোডে মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটে৷ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই তরুণীকে প্রায় তিন ঘণ্টা গাড়ির ভিতরে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে৷ গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে ফরিদাবাদের বিভিন্ন নির্জন এলাকায় গাড়িটি ঘোরানো হয়৷ ফলে ওই তরুণী কারও কাছে চিৎকার করে সেভাবে সাহায্যও চাইতে পারেননি বলে পুলিশ সূত্রে দাবি৷
advertisement
নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগ দায়ের হওয়ার পর ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ দু জন সন্দেহভাজনকে আটক করে৷
advertisement
পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ওই নির্যাতিতা একজন বন্ধুর সঙ্গে দেখা করতে বেরোন৷ মায়ের সঙ্গে ঝগড়া করার পর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান ওই নির্যাতিতা৷ নিজের বোনকে তিনি জানিয়েছিলেন, দু-তিন ঘণ্টার মধ্যে তিনি বাড়ি ফিরে আসবেন৷
advertisement
যদিও বাড়ি ফেরার সময় রাত হয়ে যাওয়ায় কোনও যানবাহন পাননি তিনি৷ বাধ্য হয়ে একটি ভ্যানে লিফট নেন তিনি৷ সেই গাড়িটিতে আগে থেকেই দুই অভিযুক্ত ছিল৷ অভিযোগ গাড়িতে তোলার পরই নির্যাতিতার বলে দেওয়া গন্তব্যের দিকে না গিয়ে গাড়িটিকে গুরুগ্রাম-ফরিদাবাদ রোডের দিকে নিয়ে যান দু জন৷ একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করে দুই অভিযুক্ত৷ প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার মধ্যে রাস্তায় সেভাবে মানুষজন না থাকায় নির্যাতিতা কারও থেকে সাহায্যও চাইতে পারেননি৷ এর পর মঙ্গলবার ভোর রাত তিনটে নাগাদ ওই তরুণীকে চলন্ত গাড়ি থেকে এসজিএম নগরের রাজা চক এলাকার মুলা হোটেলের কাছে রাস্তায় ফেলে দেওয়া হয়৷
advertisement
সেখান থেকেই নিজের বোনকে ফোন করেন ওই নির্যাতিতা৷ তিনি ঘটনাস্থলে এসে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যান৷ চিকিৎসকরা তাঁকে দিল্লির হাসপাতালে রেফার করেন৷ কিন্তু নির্যাতিতার পরিবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Fardiabad Incident: ফরিদাবাদে চলন্ত গাড়ির মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ! রাস্তায় ছুড়ে ফেলা হল নির্যাতিতাকে
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement