Karwa Chauth Accident: তখনও নড়ছে স্ত্রীর হৃদপিণ্ড, যন্ত্রণায় ছটফট করতে করতে দেখলেন স্বামী! কৌরবা চথেই দম্পতির ভয়ঙ্কর পরিণতি

Last Updated:
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কৌরবা চথ-এর রীতি পালনের জন্য কেনাকাটা করতে বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী৷ মাঝপথে এমন দুর্ঘটনা ঘটে গেল, যে শিউরে উঠলেন পথচলতি মানুষ৷ স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথ-এর ব্রত পালন করছিলেন স্ত্রী, স্বামীরই চোখের সামনে নৃশংস পরিণতি হল তাঁর৷
মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের হাপুরে৷ জানা গিয়েছে, ওই দম্পতি মোটরসাইকেলে করে স্থানীয় বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন৷ তখনই উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুর্ঘটনার অভিঘাতে ওই দম্পতি মোটরসাইকেল থেকে উড়ে গিয়ে রাস্তায় ছিটকে পড়েন৷
প্রত্যক্ষদর্শীদের কথায়, রাস্তায় ছিটকে পড়ে বছর পয়ত্রিশের ওই গৃহবধূর শরীরে এতটাই মারাত্মক আঘাত লাগে যে তাঁর বুক ফেটে হৃদপিণ্ড বেরিয়ে আসে৷ এই দৃশ্য দেখে শিউরে ওঠেন পথচলতি মানুষ৷
advertisement
advertisement
অনুরাধা এবং হরিওম নামে ওই দম্পতি স্থানীয় গুলাওয়াঠি বাজারে যাচ্ছিলেন৷ তখনই উল্টো দিক থেকে আসা ট্রাকটি রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা মারে৷
প্রত্যক্ষদর্শীদের কথায়, দুর্ঘটনার জেরে অনুরাধা নামে ওই গৃহবধূর দেহ দলা পাকিয়ে যায়৷ এমন কি, তাঁর হৃদপিণ্ড বুক ফেটে বাইরে বেরিয়ে আসে৷ তখনও সেই হৃদপিণ্ড সচল ছিল৷ অনুরাধার স্বামী হরিওম আহত অবস্থায় কাছেই পড়ে ছিলেন৷ যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই স্ত্রীর এই পরিণতি দেখে চিৎকার করে ওঠেন তিনি৷ এই দৃশ্য চোখের সামনে দেখে শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরাও৷
advertisement
স্থানীয়রাই তৎপর হয়ে আহত অবস্থায় হরিওমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ ঘাতক ট্রাকের চালককেও ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রাই৷ মৃত অনুরাধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karwa Chauth Accident: তখনও নড়ছে স্ত্রীর হৃদপিণ্ড, যন্ত্রণায় ছটফট করতে করতে দেখলেন স্বামী! কৌরবা চথেই দম্পতির ভয়ঙ্কর পরিণতি
Next Article
advertisement
Burdwan News: টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
  • তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করল এক যুবক! আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অবিলম্বে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

VIEW MORE
advertisement
advertisement