Viral: 'বেশী রেশন পেতে আরও বেশী সন্তানের জন্ম দেওয়া উচিৎ ছিল', উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর মন্তব্যে ফের উত্তাল দেশ...

Last Updated:

ছেঁড়া জিনস পরা নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ এখনও কাটেনি। তাঁর আগেই ফের জোড়া বিতর্কে জড়ালেন উত্তরাখণ্ডের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত।

#দেরাদুনঃ ছেঁড়া জিনস পরা নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ এখনও কাটেনি। তাঁর আগেই ফের জোড়া বিতর্কে জড়ালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। একদিকে রেশন, অন্যদিকে ভারতের স্বাধীনতার ইতিহাস নিয়ে সাংঘাতিক মন্তব্য করে বসেছেন তিনি। রবিবার নৈনিতালের রামনগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তীরথ সিং। সেখানে প্রথমেই ভারতের স্বাধীনতার ইতিহাস নিয়ে ভুল তথ্য দেওয়ার পরে সরকারী রেশন পেতে সন্তান সংখ্যা বাড়ানোর কথা বলেছেন।
করোনা দেশে থাবা বসানোর পরে দেশজুড়ে যখন লকডাউন জারি করা হয়েছিল পশ্চিমবঙ্গের মতো উত্তরাখণ্ডেও রেশন দেওয়ার ব্যবস্থা করেছিল স্থানীয় প্রশাসন, সর্বোপরি দেশের সরকার। মাথাপিছু ৫ কেজি করে মাথাপিছু খাদ্যশস্য দেওয়া হত। এ দিনের অনুষ্ঠানে তীরথ সিং বলেন,  "খাদ্যসামগ্রী যেভাবে দেওয়া হয়, তাতে যে পরিবারে ১০টি সন্তান তাঁরা ৫০ কেজি খাদ্যশস্য পেয়েছে, আর যাঁদের পরিবারে দুই সন্তান তাঁরা ১০ কেজি।  যে পরিমাণ খাদ্য সামগ্রী দিয়ে তাঁরা দোকান দিতে পারত। " এ কথার সঙ্গের রাওয়াত গড় গড় করে বলে চলেন, " যে ধরণের সরু ভাল মানের চাল দেওয়া হয়েছে রেশনে, আমি নিশ্চিত এর আগে আমিও এত ভাল চাল কখনও খাইনি। কিন্তু সন্তান জন্ম কম দেওয়ার জন্য আপনার পরিবার যে কম পরিমান চাল পেয়েছে, তাতে কাকে দোষ দেবেন আপনি?"
advertisement
এখানেই শেষ না করে তীরথ সিংয়ের দাবি, "যখন সময় ছিল তখন দুই সন্তানের জন্ম দিয়েছেন, ২০ সন্তানের জন্ম না দিয়ে। এখন আর হিংসা করে কী হবে?" উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যের পর ফের সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
মুখ্যমন্ত্রীর  এ হেন বিস্ফোরক মন্তব্যের পর কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুঁজে খুঁজে এক্কেবারে সঠিক লোককেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নিরবাছন করেছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Viral: 'বেশী রেশন পেতে আরও বেশী সন্তানের জন্ম দেওয়া উচিৎ ছিল', উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর মন্তব্যে ফের উত্তাল দেশ...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement