Tripura | BJP: ত্রিপুরায় কে হবে মুখ্যমন্ত্রীর 'মুখ'? সিদ্ধান্ত নিতে আজ বিশেষ বৈঠকে মোদি-শাহ-নাড্ডা

Last Updated:

তেইশের নির্বাচনে ৬০ বিধানসভা আসনের ত্রিপুরায় ৩৩ টি আসনে জয়ী হয়েছে বিজেপি। আর একটি আসনে জয় পেয়েছে বিজেপির জোট সঙ্গী আইপিএফটি। ম্যাজিক ফিগার ছিল ৩১।

আগরতলা: তেইশের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। আগামী ৮ মার্চই মুখ্যমন্ত্রী পদের শপথগ্রহণ। কিন্তু, কে হবেন ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী। সেই নামটা কি মানিক সাহা, প্রতিমা ভৌমিক নাকি অন্য কেউ? তা স্থির করতে আজ, সোমবারই পরিষদীয় দলের বিশেষ বৈঠক ডাকল বিজেপি। আজ বিকেল ৫টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা।
সূত্রের খবর, শুধু মুখ্যমন্ত্রী মুখ নির্বাচনই নয়, এদিনের বৈঠকে ত্রিপুরার অন্য গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রীদের নাম নিয়েও আলোচনা হবে। জানা গিয়েছে, এবারের মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ আনতে চলেছে বিজেপি।
advertisement
আরও খবর: চাষির মেয়ে হয়ে কেন্দ্রের মন্ত্রী! এবার কি তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মসনদে? প্রতিমা ভৌমিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে Network18
আগামী বুধবার আস্তাবল ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এছাড়া,অন্য বিজেপি শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীদেরও উপস্থিত থাকার কথা ওই দিনের অনুষ্ঠানে।
advertisement
তেইশের নির্বাচনে ৬০ বিধানসভা আসনের ত্রিপুরায় ৩৩ টি আসনে জয়ী হয়েছে বিজেপি। আর একটি আসনে জয় পেয়েছে বিজেপির জোট সঙ্গী আইপিএফটি। ম্যাজিক ফিগার ছিল ৩১।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura | BJP: ত্রিপুরায় কে হবে মুখ্যমন্ত্রীর 'মুখ'? সিদ্ধান্ত নিতে আজ বিশেষ বৈঠকে মোদি-শাহ-নাড্ডা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement