কোন লক্ষণগুলি দেখে বুঝবেন একজন মানুষ Sex Addict ?

Last Updated:

কয়েকদিন আগে পর্যন্ত নিজেকে নির্দোশ প্রমাণ করার জন্য রাম রহিমকে নিজেকে ইমপোটেন্টে বলে দাবি করেন ৷

#রোহতক: সম্প্রতি জেলে রাম রহিমের শারীরিক পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন যে তিনি একজন সেক্স অ্যাডিক্ট ৷ এর জেরেই তিনি অসুস্থ বোধ করছেন ও অস্থিরতায় ভুগছেন ৷ জেলে থাকায় এক ধরনের উইথড্রয়াল সিম্পটমে ভুগছেন। খাবার, ড্রাগস বা সেক্সে যে কোনও জিনিসে যদি আমরা আসক্তি হয়ে পড়ি তাহলে আমাদের জীবনের সমস্ত কিছুর উপর তাদের একটি বিশাল প্রভাব পড়ে ৷ কয়েকদিন আগে পর্যন্ত নিজেকে নির্দোশ প্রমাণ করার জন্য রাম রহিমকে নিজেকে ইমপোটেন্টে বলে দাবি করেন ৷ অথচ তার কয়েকদিন পরই জানা যায় আসলে তিনি একজন সেক্স অ্যাডিক্ট ৷
কিন্তু সেক্স অ্যাডিক্ট বলতে কী বোঝায় ?
যে ব্যক্তি নিয়মিত যৌন সঙ্গমে লিপ্ত হন- দিনে একাধিক বার বা সপ্তাহে একাধিকবার তাকে সেক্স অ্যাডিক্ট বলা হয়ে থাকে ৷
advertisement
কী করে বুঝবেন একজন সেক্স অ্যাডিক্ট ?
যদি কেউ সব সময় যৌন সঙ্গম নিয়ে ভাবতে থাকেন বা নিজের চাহিদাকে কন্ট্রোল করতে না পারে তাহলে তাকেও সেক্স অ্যাডিক্ট বলা হয়ে থাকে ৷ যদি কেউ সেক্স অ্যাডিক্ট হয়ে থাকেন তাহলে কোন না কোন উপায়ে সেটি পাওয়ার চেষ্টা করতে থাকবে সেই ব্যাক্তি ৷ এবং না পেলে অস্পস্থ বোধ করতে থাকে বা আস্থিরতায় ভুগতে থাকেন ৷ এমনকি যারে যৌন আসক্তিতে ভোগেন তারা সব সময় মাথায় সেক্স নিয়ে ভাবতে থাকেন ৷ রোজকার কাজকর্ম করার সময়ও তাদের মাথার মধ্যে এই চিন্তায় চলতে থাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কোন লক্ষণগুলি দেখে বুঝবেন একজন মানুষ Sex Addict ?
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement