West Bengal Budget 2023: বুধবার থেকে শুরু বিধানসভা অধিবেশন, ১৫ ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করবেন চন্দ্রিমা!

Last Updated:

৮ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের শুরু। অধিবেশন চলবে দুই সপ্তাহ।

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে বুধবার। বাজেট পেশ হতে পারে ১৫ ফেব্রুয়ারি। বিধানসভা সূত্রে এই খবর জানা গিয়েছে। অধিবেশনে বিভিন্ন প্রকল্পের বকেয়া না মেটানোর অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে প্রস্তাব আনার চিন্তাভাবনা করছে শাসক দল তৃণমূল।
তৃণমূলের তরফে নির্মল ঘোষ বলেছেন, ‘৮ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের শুরু। অধিবেশন চলবে দুই সপ্তাহ। ১৫ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হতে পারে’। রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ভাষণ নেওয়ার পর সিভি আনন্দ বোসের এটাই ছিল প্রথম ভাষণ। তৃণমূলের অভিযোগ, রাজ্যের একাধিক প্রকল্পের কয়েকশো কোটি টাকা বকেয়া। বারবার বলার পরেও সেই টাকা মেটায়নি কেন্দ্র। তাই বাজেট অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে প্রস্তাব আনতে পারে শাসক দল। তবে শাসক দলের এক বরিষ্ঠ নেতা বলেন, ‘এই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি’।
advertisement
বিজেপি জানিয়ে দিয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে প্রস্তাব আনার মতো যে কোনও পদক্ষেপের বিরোধিতা করবে তারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘কেন্দ্রের বিরুদ্ধে প্রস্তাব আনতে চাইলে আমরা বিরোধিতা করব। কেন্দ্রের পাঠানো টাকা রাজ্য সরকার কোথায় খরচ করেছে তার হিসেব দিক। আমরা অনেকদিন ধরেই এই হিসেব চাইছি। কিন্তু রাজ্য সরকারের কোনও হেলদোল নেই’।
advertisement
গত বছরের বাজেট অধিবেশনের প্রথম দিনে নাটকীয় ঘটনার সাক্ষী থেকেছিল বিধানসভা। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণের আগে থেকেই ভোট পরবর্তী হিংসার অভিযোগে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। অবস্থা এমন জায়গায় পৌঁছয়, ভাষণ না দিয়েই বিধানসভা ছাড়তে উদ্যত হন রাজ্যপাল। তাঁকে আটকাতে পাল্টা ধর্নায় বসেন তৃণমূলের মহিলা বিধায়করা। শেষ পর্যন্ত সংক্ষিপ্ত ভাষণ দিয়ে বিধানসভা ত্যাগ করেন ধনখড়।
advertisement
বগটুই-কাণ্ডের পরেও একই ছবি দেখা গিয়েছিল বিধানসভায়। ঘটনার প্রতিবাদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। পাল্টা স্লোগান দেয় তৃণমূল। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। দুপক্ষের বিধায়করা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মারামারিতে জখম হন শাসক ও বিরোধী দলের বেশ কয়েকজন বিধায়ক। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশনে কী হয় সেটাই এখন দেখার!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
West Bengal Budget 2023: বুধবার থেকে শুরু বিধানসভা অধিবেশন, ১৫ ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করবেন চন্দ্রিমা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement