Indian Railways: রিজার্ভেশন হল কি না নিশ্চিত নয়? এই ৩ পদ্ধতিতে দেখে নিন পিএনআর স্টেটাস!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
টিকিট ওয়েটিং লিস্টে থাকলে ভারতীয় রেলওয়ের পিএনআর স্টেটাস লাইভ ট্র্যাক করা প্রয়োজন হয়ে পড়ে।
কলকাতা: ট্রেনে রিজার্ভেশন পাওয়া এক ঝক্কির ব্যাপার। ঘুরতে যাওয়ার অন্তত ৩-৪ মাস আগেই টিকিটি কেটে নিতে হয়। টিকিটে রেলওয়ে ১০ সংখ্যার একটি ইউনিক নম্বর দেয়। সেটাই পিএনআর। এই নম্বর দিয়েই রিজার্ভেশন নিশ্চিত হয়েছে কি না দেখা যায়। এর সঙ্গে যাত্রীর জন্য কোন আসনটি বরাদ্দ হয়েছে জানা যায় তাও।
একটি পিএনআর নম্বরে সর্বাধিক ছয়জন যাত্রী অন্তর্ভুক্ত করা যেতে পারে। অর্থাৎ, গ্রুপ বুকিং। একবারে ৬ জনের আসন সংরক্ষণ করা যায়। যাত্রীদের নাম, বয়স, লিঙ্গ, বার্থ পছন্দের ট্রেন নম্বর, তারিখ, বোর্ডিং স্টেশন, ক্লাস, কোটা ইত্যাদি তথ্য পিএনআর নম্বরে সংরক্ষণ করা হয়।
advertisement
advertisement
মোবাইল নম্বরের সাহায্যে পিএনআর স্টেটাস চেক: নিজের মোবাইল নম্বর থেকে ভারতীয় রেলের এনকোয়ারি লাইন নম্বর 139-এ স্পেস না দিয়ে লিখে পাঠাতে হবে PNR Staus, সঙ্গে ১০ ডিজিটের পিনএনআর নম্বর। এসএমএস-এর মাধ্যমে যাত্রী এবং ট্রেনের বিবরণ এসে যাবে। শুধু তাই নয়, রিজার্ভেশন বুকিং স্টেটাস, প্ল্যাটফর্ম নম্বর, কোচের অবস্থানও জানিয়ে দেওয়া হবে মেসেজেই।
advertisement
একটা ট্রেনে আসন সংখ্যা সীমিত। তাই প্রতিটা বুকিংয়েই নিশ্চিত টিকিট দেওয়া সম্ভব নয়। আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং সিস্টেম সিএনএফ (কনফার্মড) এবং আরএসি (রিজার্ভেশন অ্যাগেইনস্ট ক্যানসেলেশন) স্টেটাস প্রদান করে। এরপরে বুকিংগুলোকে ওয়েটলিস্টেড স্টেটাস দেওয়া হয়। সিএনএফ/আরএসি টিকিট বাতিল হলেই ওয়েটলিস্ট করা টিকিট নিশ্চিত করা হয়। তাই টিকিট ওয়েটিং লিস্টে থাকলে ভারতীয় রেলওয়ের পিএনআর স্টেটাস লাইভ ট্র্যাক করা প্রয়োজন হয়ে পড়ে। অন্যান্য ভ্রমণের বিবরণ যেমন কোচ নম্বর, বার্থ নম্বর এবং বার্থের ধরন শুধুমাত্র বুক করা টিকিটের স্টেটাস কনফার্ম হলেই দেওয়া হয়।
advertisement
রেলওয়ে প্যাসেঞ্জার এনকোয়ারি: ভারতীয় রেলওয়ের প্যাসেঞ্জার রিজার্ভেশন এনকোয়ারি ওয়েবসাইটে গিয়েও পিএনআর স্টেটাস চেক করা যায়। এ জন্য প্রথমে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.indianrail.gov.in/enquiry/PNR/PnrEnquiry.html?locale=en যেতে হবে। ওয়েবসাইট খুললে আসবে একটা বক্স। সেখানে ১০ সংখ্যার পিএনআর নম্বর লিখে সাবমিট করলেই দেখা যাবে বর্তমান স্টেটাস।
আইআরসিটিসি-ও বলে দেবে: আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেও পিএনআর স্টেটাস চেক করা যায়। এর জন্য প্রথমে আইআরসিটিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে https://www.irctc.co.in/nget/train-search যেতে হবে। ওয়েবসাইট খুললে ডানদিকের কোণে আসবে চ্যাটবক্স। সেখানে দুটি বিকল্প রয়েছে বুক টিকিট এবং সাপোর্ট। এবার সাপোর্টে ক্লিক করলে খুলে যাবে চ্যাটবক্স। সেখানে ১০ ডিজিটের পিএনআর নম্বর দিলেই চলে আসবে স্টেটাস।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 12:19 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: রিজার্ভেশন হল কি না নিশ্চিত নয়? এই ৩ পদ্ধতিতে দেখে নিন পিএনআর স্টেটাস!