Meteor Shower: রাতের আকাশে প্রবল 'উল্কাবৃষ্টি'! ভারতে বিরল এই মহাজাগতিক দৃশ্যের ভিডিও ভাইরাল
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Viral Video of Meteor Shower: শনিবার রাতে গুজরাতের আকাশেও আগুনের একটি বড় গোলা দেখা গিয়েছে।
#মহারাষ্ট্র: বিরল এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষ্মী হলেন মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মানুষ। এই দুই রাজ্যের বেশ কয়েকটি অংশে রাতের আকাশে আলোর ঝরনা দেখা গিয়েছে! আপাতদৃষ্টিতে একে উল্কাবৃষ্টি (meteor shower) বলেই মনে করছেন অনেকে। শনিবার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বেশ কিছু অংশে আকাশ থেকে খসে পড়া জ্বলন্ত বস্তুর (meteorites) ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন বহু মানুষ। যদিও উজ্জয়িনীর জিওয়াজি অবজারভেটরির (Jiwaji Observatory) একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এটি সম্ভবত উল্কাপাতের সঙ্গে জড়িত একটি সাধারণ ঘটনা। বারওয়ানি, ভোপাল, ইন্দোর, বেতুল এবং ধারের বহু মানুষ এই জ্বলন্ত বস্তুগুলিকে আকাশ থেকে খসে পড়তে দেখেছেন বলে সূত্রের খবর।
#WATCH | Maharashtra: In what appears to be a meteor shower was witnessed over the skies of Nagpur & several other parts of the state. pic.twitter.com/kPUfL9P18R
— ANI (@ANI) April 2, 2022
advertisement
advertisement
অন্যদিকে, শনিবার রাতে গুজরাতের আকাশেও আগুনের একটি বড় গোলা দেখা গিয়েছে। আগুনের গোলার মতোই এই বস্তুটি আকাশকে আলোকোজ্জ্বল করে তুলেছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কচ্ছ, জামনগর এবং সৌরাষ্ট্রের অন্যান্য অংশ থেকে মধ্য গুজরাটের ভাদোদরা পর্যন্ত এবং দক্ষিণ গুজরাতের কিছু অংশের মানুষও এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষ্মী হয়েছেন। বিজ্ঞানীদের একাংশ জানিয়েছেন, বস্তুটি মহাকাশের ধ্বংসাবশেষ বা উল্কা হতে পারে। ওই ধ্বংসাবশেষ নিয়ে পরীক্ষা করার পরেই তা শনাক্ত করা যেতে পারে। উজ্জয়িনীর ৩০০ বছরের পুরনো জিওয়াজি অবজারভেটরির সুপারিনটেনডেন্ট রাজেন্দ্র গুপ্ত বলেন, “দেখে উল্কাপিণ্ড বলেই মনে হচ্ছে। ফলে উল্কা পতন সাধারণ বিষয়।”
advertisement
সাধারণত ‘শুটিং স্টার’ নামে পরিচিত উল্কা হল এমন এক মহাজাগতিক বস্তু, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচণ্ড গতিতে প্রবেশ করে এবং উল্কাপাত নামে এক আলোর রেখার ঝরনা তৈরি করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2022 10:32 AM IST