Weather Update Today: ছাতা রাখুন সঙ্গে, আর কিছু সময় পরেই রাজ্যবাসীকে প্যাচপেচে গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি!

Last Updated:

Weather Update 3rd April: রবিবারের রাত পেরোলেই ৪ এপ্রিল সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast) রয়েছে উত্তরবঙ্গের সবক’টি জেলায়।

#কলকাতা: ক্যালেন্ডার বলছে বসন্তকাল। অথচ চাঁদিফাটা গরমে কাবু রাজ্যবাসী (Weather Update Today)। দাবদাহের হাত থেকে রেহাই নেই এখনই। তবে রাজ্যবাসীর জন্য কিঞ্চিৎ স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update Today)। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast)৷ বাড়তে থাকা জলীয় বাষ্পের কারণে অস্বস্তি আরও বাড়বে ঠিকই তবে বৃষ্টির কারণে কিছুটা কমবে জেলাগুলির তাপমাত্রা (Weather Update Today)।
রবিবারের আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২° সেলসিয়াস
advertisement
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস :  ২২.৪২ কিমি/ঘণ্টা
মেঘে : ৯১%
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, হালকা মেঘাচ্ছন্ন থাকবে (Weather Update Today) শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কয়েকটি জেলাতেও। তবে যারা বৃষ্টির আরাম থেকে বঞ্চিত হবেন সেখানে আপেক্ষিক আর্দ্রতার কারণে তুঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২° এবং ২৬° সেলসিয়াস।
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবারের রাত পেরোলেই ৪ এপ্রিল সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast) রয়েছে উত্তরবঙ্গের সবক’টি জেলায়। তবে আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না। আগামী ৫ দিন মোটামুটি একই থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।
রবিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। বাকি জেলাগুলিতে অবশ্য আবহাওয়া শুকনো থাকবে। ৪ এপ্রিল, সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া নদিয়া ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩ দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩°সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে যে জেলাগুলিতে বৃষ্টি হবে সেখানে বৃষ্টির পর তাপমাত্রা কমবে ১-২°।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Weather Update Today: ছাতা রাখুন সঙ্গে, আর কিছু সময় পরেই রাজ্যবাসীকে প্যাচপেচে গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement