M K Stalin | Viral Video: 'আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও

Last Updated:

শনিবার এমনই একটি মহিলা যাত্রী ভরা সরকারি বাসে উঠে পড়েন মুখ্যমন্ত্রী (M K Stalin | Viral Video)।

'আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও
'আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও
#চেন্নাই: তামিলনাড়ুর শহরগুলির সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করার সুবিধা পান। সেই মহিলা যাত্রীদেরই এবার চমকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM) এম কে স্তালিন (M K Stalin)। শনিবার এমনই একটি মহিলা যাত্রী ভরা সরকারি বাসে উঠে পড়েন মুখ্যমন্ত্রী (M K Stalin | Viral Video)। মহিলাদের সঙ্গে নানা বিষয়ের পাশাপাশি, বিশেষ জোর দেন যাতায়াতের বিভিন্ন পরিকল্পনা নিয়ে। চেন্নাইয়ের কন্নগিনগরের কাছে করোনার টিকাকরণ ক্যাম্প-কর্মসূচি দেখতে যাচ্ছিলেন এম কে স্তালিন (M K Stalin | Viral Video)। সেই সময় আচমকাই কনভয় থেকে নেমে মহিলাদের বাসে উঠে পড়েন তিনি। কথা বলেন যাত্রীদের সঙ্গে (M K Stalin | Viral Video)।
চেন্নাইয়ের কন্নগিনগর থেকে M-19b কন্নগিনগর-টি নগর গামী বাসে চড়ে বসেন মুখ্যমন্ত্রী স্তালিন। যাত্রীরা তাঁকে আচমকা এভাবে দেখে খানিকটা চমকেই যান। মহিলারা রাজ্য সরকারের এই বিনামূল্যে বাস পরিষেবা নিয়ে কী ভাবছেন, কী করণীয়, কী অসুবিধে রয়েছে তাঁদের-- এমন নানা বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। স্তালিনকে এভাবে কাছে পেয়ে ছবি ও ভিডিও তোলার হিড়িক পড়ে যায়। পরে মুখ্যমন্ত্রী নিজেও ভিডিও-সহ একটি ট্যুইট করেছেন। তাঁর দফতরের তরফে ট্যুইট করা হয়।
advertisement
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, কনভয় থামিয়ে রাস্তা পার করে বাসে উঠছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন। মহিলাদের সরকারি বাসে চেপে দীর্ঘ সময় তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। সকলেই হাত জোর করে মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন এবং অভিবাদন জানান। সেলফিও তুলে রাখেন অনেকে। সারা দেশে রবিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া মারফত ছড়িয়ে পড়েছে এই ভিডিও। নিমেষে ভাইরাল হয়েছে এম কে স্তালিনের এমন ভিডিও।
advertisement
রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনেক সময়ই জনসংযোগে জোর দিতে এভাবে স্টান্ট করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নানা সময় চায়ের দোকানে, কনভয় থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। এবার তেমনই জনসংযোগ করলেন এম কে স্তালিন।
বাংলা খবর/ খবর/দেশ/
M K Stalin | Viral Video: 'আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement