Mamata Banerjee Goa Visit: উত্তরের মন ছুঁয়ে 'পশ্চিমে' পা মমতার, রাজ্য থেকে জাতীয় স্তরে 'উত্তরণের' পর্ব শুরু

Last Updated:

Mamata Banerjee Goa Visit: সফরের আগেই গোয়ার মানুষের উদ্দেশে বিজেপি-কে হারানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার গোয়া নিয়ে জোড়া ট্যুইট করেছেন তৃণমূল নেত্রী।

জাতীয় স্তরে উত্তরণের পর্ব শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের
জাতীয় স্তরে উত্তরণের পর্ব শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের
#কলকাতা: রবিবারই (Sunday) উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাংলায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর রবিবারের সফরই তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর। নবান্ন সূত্রে খবর, রবিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে সোজা মুখ্যমন্ত্রী যাবেন বাঘাযতীন পার্কে। সেখানে রবীন্দ্রমঞ্চে শিলিগুড়ি পুলিশের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই মঞ্চ থেকেই শারদ সম্মান প্রদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরের দিনগুলিতে টানা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি রয়েছে। আর উত্তরবঙ্গ সফর সেরেই তৃণমূল নেত্রী যাবেন গোয়া। এই সফরের আগেই গোয়ার মানুষের উদ্দেশে বিজেপি-কে হারানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার গোয়া নিয়ে জোড়া ট্যুইট করেছেন তৃণমূল নেত্রী। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর নিয়ে জাতীয় রাজনীতিতেও আলোড়ন পড়ে গিয়েছে।
আপাতত ঠিক আছে, রবিবার শারদ সম্মান অনুষ্ঠানের পর সোমবার উত্তরকন্যায় (Uttarkanya) জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ারের (Alipurduar) প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। এরপর মঙ্গলবার তিনি যাবেন কার্শিয়ংয়ে। সেখানে কার্শিয়ং সার্কিট হাউসে দার্জিলিং-কালিম্পংয়ের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। তারপর ধস বিধ্বস্ত বেশ কিছু এলাকা পরিদর্শনে যাবেন তিনি। আর ২৮ অক্টোবর কলকাতায় ফিরে সেদিনই গোয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি।
advertisement
advertisement
শনিবারই গোয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, ''২৮ অক্টোবর আমি গোয়া যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি৷ তার আগে গোয়ার প্রতিটি মানুষ, সংগঠন এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দল ও শক্তিগুলির কাছে একজোট হওয়ার আর্জি জানাচ্ছি যাতে বিজেপি-র বিভাজনমূলক উদ্দেশ্যকে পরাজিত করা যায়৷ গত দশ বছর ধরে গোয়ার সাধারণ মানুষ যথেষ্ট কষ্ট ভোগ করেছেন।'' এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ''আমরা সকলে মিলে একটি নতুন সরকার গঠন করব আর গোয়ার জন্য নতুন ভোর নিয়ে আসব, যে সরকার প্রকৃত অর্থেই গোয়ার সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং তাঁদের আশা আকঙ্খা পূরণ করবে৷'
advertisement
বস্তুত, এ রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরই উত্তর-পূর্বের রাজ্য দখলে নজর দিয়েছে তৃণমূল (TMC), তাঁদের নজরে প্রথমেই রয়েছে ত্রিপুরা ও অসম। একইসঙ্গে ২০২৪-এর লোকসভা ভোটের দিকে নজর রেখে দেশের পশ্চিমাঞ্চলেও ক্ষমতা বৃদ্ধিতে তৎপর হয়েছে এ রাজ্যের শাসক দল। তৃণমূল সূত্রে খবর, আরব সাগরের পাড়ে জোড়া ফুল ফোটাতে চূড়ান্ত তৎপরতা অনেক আগেই শুরু করে দিয়েছে দল। আর সেই সূত্রেই একেবারে স্বয়ং তৃণমূল নেত্রী পা রাখতে চলেছেন গোয়ায়। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন গোয়ার একাধিক প্রাক্তন ফুটবলার, এক অভিনেত্রী সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। বেশ কিছু আগেই চমক দিয়ে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, দীর্ঘ দিনের বিধায়ক লুইজিনহো ফালেরিও যোগ দিয়েছে তৃণমূলে। তাঁকে দলের সর্বভারতীয় সহ সভাপতি ঘোষণা করেছে দল। এখন গোয়ায় তৃণমূলে যোগদানে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোয়া সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Goa Visit: উত্তরের মন ছুঁয়ে 'পশ্চিমে' পা মমতার, রাজ্য থেকে জাতীয় স্তরে 'উত্তরণের' পর্ব শুরু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement