#নয়াদিল্লি: বিভিন্ন আইনি জটিলতা ৷ তারমধ্যে নির্যাতিতার পরিবারের ওপর দিয়ে আরও দীর্ঘায়িত হওয়া মানসিক যন্ত্রণা ৷ এ সব কিছুর সাক্ষী গত কয়েকদিন ধরেই রয়েছে গোটা দেশ ৷ বৃহস্পতিবার আদালত জানায়, আবেদনটির বিষয়ে দিল্লির উপরাজ্যপাল ও রাষ্ট্রপতি সিদ্ধান্ত না-নেওয়া পর্যন্ত ফাঁসি দেওয়া সম্ভব নয়৷ ফাঁসির নতুন তারিখ কবে হবে, তা জেল কর্তৃপক্ষকে দেওয়া চিঠির উত্তরের পরেই ঠিক করা হবে৷ পাতিয়ালা হাউস কোর্টই গত ৭ জানুয়ারি নির্দেশ দিয়েছিল, ২২ জানুয়ারি সকালে নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসি হবে৷
এদিকে এই সব জটিলতার জেরে আর মানসিক চাপ নিতে পারছেন না নির্ভয়া গণধর্ষিতার মা আশাদেবী ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন তাঁর মেয়ে হত্যার দোষীদের নিয়ে রাজনৈতিক চাপানউতোরে কোনও লাভ হচ্ছে না ৷ এই মামলা থেকে বিভিন্ন মানুষ রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে ৷ কান্নায় ভেঙে পড়ে তিনি জানিয়েছেন আর তিনি কিছু চান না, শুধু চান প্রধানমন্ত্রী বিষয়টি মানবিক ভাবে বিবেচনা করুন আর ২২ জানুয়ারিতেই ফাঁসি দেওয়া হক চার ধর্ষককে ৷ তিনি আরও বলেছেন দীর্ঘদিন তিনি আসামীদের সাজার আশায় মুখ বন্ধ করেছিলেন ৷ আর তিনি এবার চুপ থাকবেন না ৷
#WATCH Asha Devi, mother of 2012 Delhi gang-rape victim: Till now, I never talked about politics, but now I want to say that those people who held protests on streets in 2012, today the same people are only playing with my daughter's death for political gains. pic.twitter.com/FvaC89TwKI
— ANI (@ANI) January 17, 2020
President Ram Nath Kovind rejects the mercy petition of 2012 Delhi gang-rape case convict Mukesh Singh Read @ANI Story l https://t.co/IgJMI2M8Jy pic.twitter.com/hscjtTIo8G — ANI Digital (@ani_digital) January 17, 2020
নির্ভয়া গ্যাংরেপ ও খুনের ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণার পরেই তিহাড় জেলে বাকি কয়েকদিদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ এই চার অপরাধীকে উচ্চ নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে ৷ তাদের ওপর CCTV সহ ২৪ ঘন্টার জন্য আলাদা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ৷ " নির্ভয়া গ্যাংরেপ ও খুনের ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণার পরেই তিহাড় জেলে বাকি কয়েকদিদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ এই চার অপরাধীকে উচ্চ নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে ৷ তাদের ওপর CCTV সহ ২৪ ঘন্টার জন্য আলাদা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Nirbhaya, Nirbhaya rape case, নরেন্দ্র মোদি