হোম /খবর /দেশ /
পাকিস্তান থেকে এসেছেন, লড়বেন ভারতে নির্বাচন, চিনে নিন

পাকিস্তান থেকে এসেছেন, লড়বেন ভারতে নির্বাচন, চিনে নিন

Photo Courtesy- ANI/ Twitter

Photo Courtesy- ANI/ Twitter

পাকিস্তান থেকে ভারতে এসে লড়ছেন ভোটে

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: NRC, CAA,NPR নিয়ে উত্তাল গোটা দেশ ৷ বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে কাজ করছে ভীষণ ভয় ৷ এই বুঝি নাগরিকত্ব না থাকার জন্য তাঁদের পাঠিয়ে দেওয়া হল ডিটেনশন ক্যাম্পে ৷ এরইমধ্যে বুদ্ধিজীবী নাগরিক সমাজ ও পড়ুয়ারা দেশের বিভিন্ন প্রান্তে এই আইনগুলির বিরুদ্ধে বিক্ষোভ করছেন ৷

 এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ রাজস্থানের নটবরা গ্রাম পঞ্চায়েতে এলাকায় এক ভদ্রমহিলা মাত্র চার মাস আগে নাগরিকত্ব পেয়েছেন ৷ ১৮ বছর আগে পাকিস্তান থেকে ভারতে এসেচিলেন তিনি ৷ নাগরিকত্ব নিয়ে আর কোনো চিন্তা নেই তার ওপর আবার এত বড় সুযোগ ৷ ফলে উচ্ছ্বসিত পাকিস্তান থেকে আসা নীতা ৷  তিনি বলেছেন, ‘ আমি ১৮ বছর আগে ভারতে এসেছি আর ৪ মাস আগেই আমি নাগরিকত্ব পেয়েছি ৷ ’ তিনি জানিয়েছেন তাঁর রাজনৈতিক গুরু তাঁর শ্বশুর ৷

আরও পড়ুন - #Bizarre: হাতে ঘুড়ি নিয়ে অবাক ডেভিড ওয়ার্নার, বুমরাহ বললেন ‘বেচারা বাচ্চার ঘুড়ি’ দেখুন ভিডিও

রাজস্থানে শুক্রবার ৬৭৫৯ গ্রাম পঞ্চায়েতে ভোট হবে ৷ এটা প্রথম পর্যায়ের ভোট ৷ দ্বিতীয় পর্বের ভোট হবে ২২ তারিখ আর তৃতীয় পর্বের ভোট হবে ২৯ তারিখ ৷ রাজস্থানে মোট ১১,১২৩ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ৷

 আরও দেখুন

Published by:Debalina Datta
First published:

Tags: Elections, Pakistan