corona virus btn
corona virus btn
Loading

#Bizarre: হাতে ঘুড়ি নিয়ে অবাক ডেভিড ওয়ার্নার, বুমরাহ বললেন ‘বেচারা বাচ্চার ঘুড়ি’ দেখুন ভিডিও

#Bizarre: হাতে ঘুড়ি নিয়ে অবাক ডেভিড ওয়ার্নার, বুমরাহ বললেন ‘বেচারা বাচ্চার ঘুড়ি’ দেখুন ভিডিও
Photo- Twitter Video Grab

মকর সংক্রান্তিতে ঘুঁড়ি ওড়ানোর চল বিভিন্ন জায়গায়, ক্রিকেট মাঠে উড়ে এল ঘুঁড়ি

  • Share this:

#মুম্বই : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১০ উইকেটে জিতেছে ভারত ৷ একের পর এক সিরিজ জিতে আত্মবিশ্বাসে ভেসে থাকলে কোহলি ব্রিগেডের আত্মবিশ্বাসের বেলুন মঙ্গলবার যেন এক আলপিনে ফুঁটো হয়ে গেল ৷ তবে এদিন বেলুন ফুটো হয়ে গেলেও মাঠ মাতাল ঘুড়ি ৷

মকর সংক্রান্তিতে দেশের বিভিন্ন জায়গায় ঘুঁড়ি ওড়ানোর চল রয়েছে ৷ মঙ্গলবার মুম্বইতে খেলা চলাকালীন মাঠেই উড়ে আসে ঘুঁড়ি ৷ ওয়াংখেড়েতে সেই ঘুঁড়ির জন্য ম্যাচের ৫০ তম ওভারে খেলা স্থগিত করে দেওয়া হয় ৷ সেই সময় মাঠে কী হয়েছিল সাংবাদিক সম্মেলনে এসে নিজেই বলেন ওয়ার্নার ৷

ওয়ার্নার জানিয়েছেন, ম্যাচ চলাকালীন মাঠে ঘুঁড়ি ঢুকে আসায় হঠাৎ খেলা বন্ধ হয়ে যায় ৷ কোনও অনুষ্ঠানে এভাবে ঘুঁড়ি ওড়ে তিনি আগে দেখেননি ৷ এরপর তাঁর কাছে এগিয়ে যায় বুমরাহ বলেন বেচারা ছোট বাচ্চার ঘুড়ি ৷ এতে তিনি মজাও পান ৷ তবে ম্যাচ এভাবে বন্ধ হতে কখনই দেখেননি তিনি ৷ ফলে এটাকে অদ্ভুতুড়ে বলেন তিনি ৷

এদিকে ঘুড়ি মাঠে ঢুকলেও ভারতের জন্য সৌভাগ্যের দরজা খুলল না ৷ জয়ের জন্য প্রয়োজন ২৫৬ রান একটিও উইকেট না খুইয়েই পেয়ে যায় টিম অস্ট্রেলিয়া ৷ ১১২ বলে ১২৮ রানের দারুণ ইনিংস খেলেন ওয়ার্নার ৷

আরও দেখুন

Published by: Debalina Datta
First published: January 15, 2020, 4:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर