Maneka Gandhi | Donkey Milk: মহিলাদের রূপ ধরে রাখতে অব্যর্থ গাধার দুধ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানেকা গান্ধির টোটকা

Last Updated:

গাধার দুধে তৈরি সাবানের সত্যিই দেখা মেলে বাজারে৷ শুধু তাই নয়, সেই সাবানের দাম, সাধারণ সাবানের চেয়ে অনেক বেশি৷ গাধার সংখ্যা কমে যাওয়া নিয়েও মেনকার করা দাবির সত্যতা রয়েছে৷ ২০১২ সালে দেশে গাধার সংখ্যা ছিল ৩.৬ লক্ষ৷ ২০১৯ এর সুমারিতে তা ১ লক্ষ ২৭ হাজারে নেমে এসেছে৷ তবে গাধার দুধের আলাদা করে ত্বকের সৌন্দর্য্য বাড়ানোর বিষয়ে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি৷

উত্তরপ্রদেশ: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷ ইন্দিরা গান্ধির আরেক পুত্রবধূ৷ ভারতীয়দের কাছে পশুপ্রেমী হিসাবেই তাঁর মূল পরিচিতি৷ সেই মানেকার মন্তব্যই কি না এবার ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়৷ সূত্রের খবর, একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে নাকি মানেকা বলেছেন, মহিলাদের রূপ-সৌন্দর্য্য ধরে রাখতে গাধার দুধই হল অব্যর্থ টোটকা৷ তাই অন্যান্য অনেক প্রাণির মতো, আমাদের গাধাও সংরক্ষণ করা উচিত৷
সম্প্রতি উত্তরপ্রদেশের সুলতানপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মানেকা৷ সেখানেই নাকি তিনি গাধার দুধ দিয়ে তৈরি একটি সাবানের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি জানান, গাধার দুধ দিয়ে তৈরি ওই সাবান মহিলাদের স্বাভাবিক সৌন্দর্য্য ধরে রাখতে সাহায্য করে দীর্ঘকাল৷ তাই গাধার দুধ দিয়ে সাবান তৈরির এই প্রক্রিয়াকে বাণিজ্যিক ভাবেও ছড়িয়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা উচিত বলে মনে করেন মানেকা৷
advertisement
আরও পড়ুন: গরুপাচার মামলায় এবার CBI-এর নজরে চার শুল্ক আধিকারিক, কলকাতায় দু'জায়গায় তল্লাশি
সুলতানপুরের ওই সভায় মানেকা বলেন, "মিশরের রানি ক্লিওপেট্রাকে মনে আছে তো? উনি গাধার দুধে স্নান করতেন৷ দিল্লিতে ৫০০ টাকায় বিক্রি হয় গাধার দুধের তৈরি সাবান৷ আমরা তো গাধা কিংবা ছাগ,লের দুধ দিয়ে এমন সাবান অনায়াসেই বাণিজ্যিক ভাবে বানাতে পারি!"
advertisement
advertisement
advertisement
মানেকার এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ মানেকার দাবি, লাদাখের একটি সম্প্রদায়ের মানুষ গাধার দুধ দিয়ে সাবান তৈরি করেন৷ প্রাক্তন মন্ত্রী বলেন, "শেষ কবে আপনি গাধা দেখতে পেয়েছেন মনে করতে পারেন? গাধার সংখ্যা কমছে৷ ধোপারাও গাধাদের আর কাজে লাগায় না৷ লাদাখের একটি সম্প্রদায়ের মানুষ কয়েকটা বন্য গাধাকে ঘুরে বেড়াতে দেখে৷ পরে তাদের পোষও মানায়৷ তারপর সেই গাধর দুধ দিয়ে তৈরি করে সাবান৷ গাধার দুধে তৈরি সাবান নারীদের ত্বক উজ্জ্বল ও মোলায়েম রাখে৷ নারীর শরীরে চিরন্তন সৌন্দর্য্য ধরে রাখতে পারে গাধার দুধের সাবান৷"
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া চমক বিজেপি-র! চন্দ্রকোণায় 'নো ভোট টু মমতা' টি-শার্টের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী
গাধার দুধে তৈরি সাবানের সত্যিই দেখা মেলে বাজারে৷ শুধু তাই নয়, সেই সাবানের দাম, সাধারণ সাবানের চেয়ে অনেক বেশি৷ গাধার সংখ্যা কমে যাওয়া নিয়েও মেনকার করা দাবির সত্যতা রয়েছে৷ ২০১২ সালে দেশে গাধার সংখ্যা ছিল ৩.৬ লক্ষ৷ ২০১৯ এর সুমারিতে তা ১ লক্ষ ২৭ হাজারে নেমে এসেছে৷ তবে গাধার দুধের আলাদা করে ত্বকের সৌন্দর্য্য বাড়ানোর বিষয়ে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maneka Gandhi | Donkey Milk: মহিলাদের রূপ ধরে রাখতে অব্যর্থ গাধার দুধ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানেকা গান্ধির টোটকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement