Maneka Gandhi | Donkey Milk: মহিলাদের রূপ ধরে রাখতে অব্যর্থ গাধার দুধ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানেকা গান্ধির টোটকা

Last Updated:

গাধার দুধে তৈরি সাবানের সত্যিই দেখা মেলে বাজারে৷ শুধু তাই নয়, সেই সাবানের দাম, সাধারণ সাবানের চেয়ে অনেক বেশি৷ গাধার সংখ্যা কমে যাওয়া নিয়েও মেনকার করা দাবির সত্যতা রয়েছে৷ ২০১২ সালে দেশে গাধার সংখ্যা ছিল ৩.৬ লক্ষ৷ ২০১৯ এর সুমারিতে তা ১ লক্ষ ২৭ হাজারে নেমে এসেছে৷ তবে গাধার দুধের আলাদা করে ত্বকের সৌন্দর্য্য বাড়ানোর বিষয়ে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি৷

উত্তরপ্রদেশ: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷ ইন্দিরা গান্ধির আরেক পুত্রবধূ৷ ভারতীয়দের কাছে পশুপ্রেমী হিসাবেই তাঁর মূল পরিচিতি৷ সেই মানেকার মন্তব্যই কি না এবার ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়৷ সূত্রের খবর, একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে নাকি মানেকা বলেছেন, মহিলাদের রূপ-সৌন্দর্য্য ধরে রাখতে গাধার দুধই হল অব্যর্থ টোটকা৷ তাই অন্যান্য অনেক প্রাণির মতো, আমাদের গাধাও সংরক্ষণ করা উচিত৷
সম্প্রতি উত্তরপ্রদেশের সুলতানপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মানেকা৷ সেখানেই নাকি তিনি গাধার দুধ দিয়ে তৈরি একটি সাবানের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি জানান, গাধার দুধ দিয়ে তৈরি ওই সাবান মহিলাদের স্বাভাবিক সৌন্দর্য্য ধরে রাখতে সাহায্য করে দীর্ঘকাল৷ তাই গাধার দুধ দিয়ে সাবান তৈরির এই প্রক্রিয়াকে বাণিজ্যিক ভাবেও ছড়িয়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা উচিত বলে মনে করেন মানেকা৷
advertisement
আরও পড়ুন: গরুপাচার মামলায় এবার CBI-এর নজরে চার শুল্ক আধিকারিক, কলকাতায় দু'জায়গায় তল্লাশি
সুলতানপুরের ওই সভায় মানেকা বলেন, "মিশরের রানি ক্লিওপেট্রাকে মনে আছে তো? উনি গাধার দুধে স্নান করতেন৷ দিল্লিতে ৫০০ টাকায় বিক্রি হয় গাধার দুধের তৈরি সাবান৷ আমরা তো গাধা কিংবা ছাগ,লের দুধ দিয়ে এমন সাবান অনায়াসেই বাণিজ্যিক ভাবে বানাতে পারি!"
advertisement
advertisement
advertisement
মানেকার এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ মানেকার দাবি, লাদাখের একটি সম্প্রদায়ের মানুষ গাধার দুধ দিয়ে সাবান তৈরি করেন৷ প্রাক্তন মন্ত্রী বলেন, "শেষ কবে আপনি গাধা দেখতে পেয়েছেন মনে করতে পারেন? গাধার সংখ্যা কমছে৷ ধোপারাও গাধাদের আর কাজে লাগায় না৷ লাদাখের একটি সম্প্রদায়ের মানুষ কয়েকটা বন্য গাধাকে ঘুরে বেড়াতে দেখে৷ পরে তাদের পোষও মানায়৷ তারপর সেই গাধর দুধ দিয়ে তৈরি করে সাবান৷ গাধার দুধে তৈরি সাবান নারীদের ত্বক উজ্জ্বল ও মোলায়েম রাখে৷ নারীর শরীরে চিরন্তন সৌন্দর্য্য ধরে রাখতে পারে গাধার দুধের সাবান৷"
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া চমক বিজেপি-র! চন্দ্রকোণায় 'নো ভোট টু মমতা' টি-শার্টের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী
গাধার দুধে তৈরি সাবানের সত্যিই দেখা মেলে বাজারে৷ শুধু তাই নয়, সেই সাবানের দাম, সাধারণ সাবানের চেয়ে অনেক বেশি৷ গাধার সংখ্যা কমে যাওয়া নিয়েও মেনকার করা দাবির সত্যতা রয়েছে৷ ২০১২ সালে দেশে গাধার সংখ্যা ছিল ৩.৬ লক্ষ৷ ২০১৯ এর সুমারিতে তা ১ লক্ষ ২৭ হাজারে নেমে এসেছে৷ তবে গাধার দুধের আলাদা করে ত্বকের সৌন্দর্য্য বাড়ানোর বিষয়ে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maneka Gandhi | Donkey Milk: মহিলাদের রূপ ধরে রাখতে অব্যর্থ গাধার দুধ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানেকা গান্ধির টোটকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement