Cow smuggling Case | CBI: গরুপাচার মামলায় এবার CBI-এর নজরে চার শুল্ক আধিকারিক, কলকাতায় দু'জায়গায় তল্লাশি

Last Updated:

গরু পাচার মামলায় পাঁচ সদস্যের সিবিআই দল পৌঁছয় রুবি জিএসটি ভবনে। তাঁদের সঙ্গে ছিল প্রিন্টার। তল্লাশির পাশাপাশি বয়ানও রেকর্ড করেছেন সিবিআই কর্তারা। 

কলকাতা: গরু পাচার মামলায় নতুন করে তৎপর সিবিআই। এবার খোদ কলকাতার রুবির মোড়ে জিএসটি ভবন ও রবীন্দ্র সরণি জিএসটি অফিসে পৌঁছল সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল! জানা গিয়েছে, চার শুল্ক আধিকারিককে সোমবার সমন করেছিল সিবিআই। এই আধিকারিকদের মধ্যে কয়েকজন জিএসটি বিভাগে স্থানান্তরিত হয়েছেন বলে সূত্রের খবর। তাঁদের সম্পর্কে তথ্য পেতে ও জিজ্ঞাসাবাদ করতেই এদিনের এই সিবিআই অভিযান বলে জানা গিয়েছে।
প্রথমে রবীন্দ্র সরণির gst অফিসে যায় cbi-এর একটি বিশেষ দল। তারপরে সিবিআইয়ের ৫ সদস্যের দ্বিতীয় দল কসবার রুবির gst ভবনে পৌঁছয় দুপুর সাড়ে ৩টে নাগাদ। রবীন্দ্র সরণির জিএসটি অফিসে দীর্ঘক্ষণ তল্লাশি চালান সিবিআই কর্তারা। সূত্রের খবর, সেখান থেকে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য হাতে এসেছে তাঁদের।
আরও পড়ুন: ফের উত্তপ্ত শীতলকুচি! নিহত কৃষকের শরীরে BSF-এর পোশাক কেন? তোপ উদয়ন গুহের
অভিযুক্ত এই শুল্ক আধিকারিকরা তৎকালীন সময়ে গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামূল হককে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। গত শনিবার নদিয়া, মুর্শিদাবাদ ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে ওই শুল্ক আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। বাজেয়াপ্ত করা হয় বিভিন্ন ডকুমেন্টস, ফাইল। সিবিআইয়ের অভিযোগ, গরু পাচারের সময়ে এই চার শুল্ক আধিকারিকই দায়িত্বে ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া চমক বিজেপি-র! চন্দ্রকোণায় 'নো ভোট টু মমতা' টি-শার্টের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী
সম্প্রতি শক্তিগড়ে রাজু ঝা শুট আউট কাণ্ডে খুনের পর ভাইরাল হয় একটি ভিডিও। আব্দুল লতিফকে দেখা যায় রাজুর গাড়িতে। সিবিআই দীর্ঘদিন ধরেই আব্দুলের খোঁজ করছে। চার্জেশিটে নাম থাকা সত্ত্বেও বীরভূমে একাধিক বার তল্লাশি করেও আব্দুল লতিফের খোঁজ মেলেনি। অথচ কয়লা মাফিয়া রাজুর সঙ্গে এক গাড়িতেই ছিলেন আব্দুল লতিফ? গাড়িটিও ছিল লতিফেরই। চালকের আসনেও ছিলেন তিনি। ফলে এবার এনামুল-লতিফের বিরুদ্ধে কোমর বেঁধে নামছে সিবিআই।
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cow smuggling Case | CBI: গরুপাচার মামলায় এবার CBI-এর নজরে চার শুল্ক আধিকারিক, কলকাতায় দু'জায়গায় তল্লাশি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement