liveLIVE NOW

রাজ্যসভা নির্বাচন: মধ্যপ্রদেশে বাজিমাত পদ্মের, কংগ্রেসের তরফে জয়ী দিগ্বিজয় সিং

বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩৭আসনে প্রার্থী নির্বাচিত হয়ে গিয়েছেন৷ ভোটগ্রহণ শুরু হবে ১৮ আসনে ৷

  • | June 19, 2020, 21:26 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    #নয়াদিল্লি: শুক্রবার ১৮টি রাজ্যসভা আসনে ভোটগ্রহণ হয়। সকাল থেকে দেশের আটটি রাজ্যের এই ভোটগ্রহণে বেশ কয়েকটি আসনে বিজেপি এবং কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইও হয়। রাজ্যসভা ভোট ঘিরে গত কয়েক দিন ধরেই চলছে বিধায়ক কেনাবেচার অভিযোগ, সঙ্গে বিধায়কদের ইস্তফা-সহ একাধিক নাটকীয় ঘটনা ।

    রাজ্যসভার ৫৫টি আসনের ভোট হওয়ার কথা ছিল মার্চের ২৬ তারিখ৷ তবে করোনার কারণে তা সম্ভব হয়নি৷ পরবর্তীতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩৭আসনে প্রার্থী নির্বাচিত হয়ে গিয়েছেন৷ ভোটগ্রহণ ১৯ আসনে ৷