Viral Video | School | Trending: নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষিকা! বাতাস করছে ছাত্রী! স্কুলে পড়াশুনোর বদলে এসব কী! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video | School | Trending:পড়াশুনো চুলোয় গেছে। নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষিকা! ভিডিও দেখে তাজ্জব দুনিয়া
বিহার: বেশ কিছুদিন ধরেই রাজ্যের সব থেকে বড় খবর শিক্ষক দুর্নীতি! একের পর এক খবর সামনে আসছে। ইতিমধ্যেই বহু শিক্ষকের চাকরি নিয়ে চলছে চাপান-উতোর। টাকা খাইয়ে স্কুলের চাকরি বা পাশ না করেও স্কুলের চাকরি যারা পেয়েছে সকলের চাকরি খারিজ হওয়ার সম্ভাবনা! তবে এই স্কুল, শিক্ষা, শিক্ষকদের খবর সব সময় সামনে আসতে থাকে। সম্প্রতি এক স্কুলের শিক্ষিকার কাণ্ড সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল।
আমাদের দেশ শিক্ষার দিক থেকে এখনও অনেকটা পিছিয়ে। তার জন্য শুধু শিক্ষা ব্যবস্থা নয় দায়ি অনেকেই। যেমন এই শিক্ষিকা! সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্কুলে গিয়েছেন শিক্ষিকা। ছাত্র-ছাত্রীরাও স্কুলে উপস্থিত। মাটিতে চাটাই পেতে বই-খাতা বের করে ছাত্ররা বসে। কিন্তু দিদিমণি কোথায়? তিনি আরামে চেয়ারে বসে ঘুমোচ্ছেন। আর একটি ছাত্রীর হাতে পাখা দিয়ে বাতাস করতে বলছেন। ছোট্ট ছাত্রীটি শিক্ষিকার কথা মতো বাতাস করে চলেছে। আর ক্লাস না করিয়ে সুখ-নিদ্রায় শিক্ষিকা!
advertisement
advertisement
advertisement
এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়। যদিও ভিডিওটি বিহারের। সেখানকার কাঠারয়া গ্রামের রাজকিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভিডিও এটি। এই ভিডিও ভাইরাল হতেই শিক্ষিকাকে নিয়ে প্রশ্ন ওঠে। তবে নিজের সাফাইতে অদভুত যুক্তি দিয়েছেন ওই ভাইরাল শিক্ষিকা ববিতা কুমারি! শিক্ষিকা বলেন, সেদিন তিনি স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাই চেয়ারে শুয়েছিলেন। আর তাই বাতাস করতে বলেছিলেন। যদিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শিক্ষিকা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন না পড়িয়ে। বহু মানুষ প্রশ্ন তুলেছেন এই ভিডিও দেখার পর! আপাতত এই ভিডিও ভাইরাল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 9:37 PM IST