#মুম্বই: এককথায় ভয়ংকর। বাড়ির উঠোনে লুকিয়ে থাকা চিতাবাঘকে (Leopard Attack) লাঠি দিয়ে পিটিয়ে তাড়ালেন ৫৫ বছরের এক প্রৌঢ়া। সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল ফেলে দিয়েছে এই ভিডিও (Viral Video)। নিমেষে ভাইরাল হয়েছে মহিলার লাঠি দিয়ে পিটিয়ে চিতাবাঘ তাড়ানোর সাহসিকতা (Viral Video)। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধেয় মুম্বইয়ের গোরেগাঁওয়ের বিসাবা মিল্ক কলোনি এলাকায়। গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয় ঘটনা এটি। গোটা ঘটনা বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল (Viral Video)।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অ্যারে ডেয়ারি এলাকায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে। এর এক মিনিটের মধ্যেই ফ্রেমে দেখা যায় ৫৫ বছর বয়সী এক মহিলাকে। নিজের লাঠির সাহায্য নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন তিনি। নির্মলা দেবী সিং নামে ওই মহিলা এর পর সেখানেই একটি উঁচু জায়গা দেখে বসেন। কিন্তু তখনও তিনি টের পাননি যে, তাঁর পিছনেই ঘাপটি মেরে বসে রয়েছে জঙ্গলি জানোয়ারটি। তবে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে পিছনে লুকিয়ে থাকা চিতাবাঘের চোখ অন্ধকারে কেমন জ্বল জ্বল করছে। এরপরই ভিডিওতে দেখা যায় মহিলার পিছন দিক থেকে ধীর পায়ে এগিয়ে আসছে চিতাবাঘটি।
*Viewers discretion advised* Scary visuals of a woman being attacked by a leopard in Aarey colony today. The woman is safe and undergoing treatment. This happened near Aarey dairy.. pic.twitter.com/zTyoVzJ2HQ
— sohit mishra (@sohitmishra99) September 29, 2021
মহিলা সেখানে বসতেই পিছন থেকে এসে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। মহিলা কিছু বুঝে ওঠার আগেই হাতের লাঠিটি দিয়ে একের পর এক ঘা মারতে শুরু করেন। নিজেও পড়ে যান উঁচু জায়গাটির উপর। এবং সেই গোটা সময়টি চিতাবাঘটি একের পর এক থাবা বসায় মহিলার শরীরে। তাঁর গালে বাঘের নখের আঁচড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। লেগেও পায়েও। এরপরই চিতাবাঘটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ততক্ষণে মহিলার শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত হয়েছে বাঘের আঁচড়ে।
এরপর ভিডিওটিতে দেখা যায়, মহিলার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা বেরিয়ে এসেছেন। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁর চিকিৎসা চলছে। স্থিতিশীল রয়েছেন তিনি। দু'দিন আগেই ওই চিতাবাঘটি একটি ৪ বছরের শিশুর উপর হামলা করেছিল বলে জানা গিয়েছে। ছেলেটি বাড়ির বাইরে খেলছিল, সেই সময় চিতাবাঘটি তাকে টেনে নিয়ে যাওয়ার হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা কোনও মতে ওই শিশুকে রক্ষা করতে পারেন। মুম্বইয়ের এই এলাকায় ঘন জঙ্গল রয়েছে। মহিলার সাহসিকতা দেখে কুর্নিশ জানিয়েছেন নেটিজেন।
আরও পড়ুন: 'প্লিজ সাপ তুমি চলে যাও', মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Leopard, Mumbai, Viral Video