Viral Video: অ্যাপার্টমেন্টের গার্ডকে একের পর এক থাপ্পড়, মহিলার প্রফেসরের কাণ্ডে হতবাক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: কেলেঙ্কারির একশেষ! ডিগ্রি থাকলেই কি শিক্ষা হয়? মহিলা প্রফেসরের একের পর এক থাপ্পড়ে উঠছে প্রশ্ন...
#নয়ডা: বিজেপির নেতা শ্রীকান্ত ত্যাগী, গালি দেওয়া মহিলা উকিলের পর এবার থাপ্পড় বা চড়় মারা মহিলা প্রফেসর৷ কাণ্ড কারখানা দেখে চমকে যেতে হয়৷ সোশ্যাল মিডিয়ায় থাপ্পড় মারা ওই মহিলা প্রফেসারের ভাইরাল ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে৷ ভাইরাল ভিডিও নয়ডার ক্লিয়ো কাউন্টি সোসাইটিরি বলে জানা যাচ্ছে৷ সেখানেই মহিলা গার্ড থাপ্পড় মারছে এমনটা দেখা যায়৷ প্রাপ্ত তথ্য অনুযায়ি মহিলা পেশায় প্রফেসর৷ এই মামলায় গার্ড পুলিশকে এই বিষয়ে অভিযোগ করে৷ কিন্তু মহিলাকে ১৫১ তে চালান করে নিষ্পত্তি করে দেওয়া হয়৷ এই ভাবে একের পর এক থাপ্পড় মারার পর গার্ডকে রাগত ভাবে দেখা যায়৷ তিনি জানিয়েছেন পুলিশের পদক্ষেপ যথেষ্ট নয়৷
ঘটনাটি শনিবার প্রায় সাড়ে এগারোটা নাগাদ ঘটে৷ প্রাপ্ত তথ্য অনুযায়ি মহিলা দেখেন গেট খুলতে দেরি হচ্ছে এরপরেই সে গার্ডকে একের পর এক থাপ্পড় মারতে থাকে৷ যার ভিডিও সিসিটিভিতেও পরিষ্কার দেখা যাচ্ছে৷ ঘটনার পর পুলিশকে খবর দেন গার্ডটি৷ এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই প্রফেসর মহিলাকে ১৫১ -তে চালান দেওয়া হয়৷
দেখে নিন চড় মারার ভাইরাল ভিডিও
advertisement
advertisement
In the #CleoCounty society of #Noida, a female professor slaps the guard. The reason is not yet known@noidapolice @Uppolice #Womanslap #guardslap pic.twitter.com/Phh0W7Cgmm
— Yash Kumar Soni 🇮🇳 (@reporteryash5) September 11, 2022
পুলিশ তদন্তের কথা বলেছে
advertisement
আরও পড়ুন - Private Part Chopped off: গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের ব্ল্যাকমেল! বন্ধুর গোপনাঙ্গ কেটে নিল বন্ধু
এদিকে নয়ডা ফেজ ৩ পুলিশ বলেছে ঘটনাটি ক্লেও কাউন্টি সোসাইটির৷ মহিলা গার্ডকে চড় মেরেছে এই অভিযোগ আসে৷ শনিবার এই ঘটনায় মারপিটের ধারায় এফআইআর দায়ের করা হয়েছে৷ এই মামলায় মহিলাকে চালান করা হয়৷ বাকি তদন্ত চলছে৷
advertisement
News18 তে মহিলা ক্ষমা চেয়েছে
নিউজ ১৮ যখন মহিলার সঙ্গে কথা বলতে যায় তখন সে বলে কারোর ওপর হাত তোলা ঠিক নয়৷ গার্ডের থেকেও ক্ষমা চায়৷ তিনি অবশ্য অভিযোগ করে তার ছেলেকে গার্ড যেভাবে দেখল তা নাকি ঠিক নয়৷ এদিকে গার্ড ঘটনার পুরো তদন্তের দাবি করেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2022 4:02 PM IST