Private Part Chopped off: গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের ব্ল্যাকমেল! বন্ধুর গোপনাঙ্গ কেটে নিল বন্ধু

Last Updated:

ছিঃ বন্ধু শব্দটিই লজ্জায় ভেসে গেল...

Crime News
Crime News
#লখনউ: উত্তরপ্রদেশের জনবসতি বরেলির কোতয়ালি ক্ষেত্রে-র এক হোটেলে নিজেদের মধ্যে বিবাদের জেরে প্রাইভেট পার্ট কেটে নেয়৷ ভয়াবহ অবস্থায় ওই আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তার চিকিৎসা চলছে৷ পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়েছে৷ বলা হচ্ছে অভিযুক্ত যুবকের একটি অশ্লীল ভিডিও আহত যুবকের কাছে ছিল৷ সেই ভিডিওর জেরে ঘায়েল যুবক অভিযুক্ত যুবককে ব্ল্যাকমেল করছিল৷ ওই অভিযুক্ত যুবক তাকে শারীরিকভাবে নিয়মিত ব্যবহার করত৷ এতেই বিরক্ত হয়ে ওই যুবকের গোপনাঙ্গ কেটে দেয় অভিযুক্ত যুবক৷
ঘটনার পর এসপি সিটি রাহুল ভাটির কথা অনুযায়ি শনিবার সকালে সূচনা পেতেই তারা জানতে পারলেন হোটেলে ২ যুবক রক্তারক্তি অবস্থায় রয়েছে৷ যার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ তারপর এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়৷ দুজনেই বন্ধু ছিল৷ দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় তারপর এক যুবক অন্য যুবকের গোপনাঙ্গ কেটে নেয়৷ বর্তমানে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷
advertisement
advertisement
ঘায়েল যুবক তৈরি করেছিল আপত্তিকর ভিডিও...
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুজনেই বরেলির নগর নিগমের কর্মরত ছিল৷ আরোপী যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা দুজন এক বছর আগে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ায়৷ কিছুদিন আগে তারা একটি হোটেলে যায়, সেখানেই আপত্তিজনক অবস্থায় অভিযুক্ত যুবকের একটি ভিডিও বানায়৷  এরপর থেকেই তাকে ভয় দেখানো শুরু হয়৷ তাকে বলা হয় তার গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে৷
advertisement
এই ভিডিও-র নাম করে তার থেকে একাধিকবার টাকাও নেয় আহত যুবক৷ শনিবার দুজনেই হোটেলে গিয়েছিল, সেখানেই অভিযুক্ত যুবক তাকে ভিডিও ডিলিট করতে বলে৷ এরপর বিবাদ চরমে পৌঁছয়৷ তখন ওই যুবক ওর ওপর হামলা করে এবং প্রাইভেট পার্ট কেটে নেয়৷ পুলিশ ঘটনার তদন্তে  নেমেছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Private Part Chopped off: গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের ব্ল্যাকমেল! বন্ধুর গোপনাঙ্গ কেটে নিল বন্ধু
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement