Mamata Banerjee: ৪ দিনের দুই মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী,নজরে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক

Last Updated:

এই  বৈঠক থেকে দীঘার মেরিন ড্রাইভ তিনি উদ্বোধন করতে পারেন। তাজপুর,শংকরপুর, দীঘা জুড়ে সমুদ্রকূল ধরে এই মেরিন ড্রাইভ তৈরির কাজ পূর্ত দফতর অনেক দিন আগেই শেষ করে ফেলেছে।

জেলা সফরে মুখ্যমন্ত্রী
জেলা সফরে মুখ্যমন্ত্রী
#কলকাতা:  নিয়ে দুই মেদিনীপুর সফরে যাচ্ছেন। মঙ্গলবার থেকে তাঁর সফর সূচি শুরু হলেও তিনি আগেরদিন সোমবারই মেদিনীপুর রওনা দিচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত মঙ্গলবারই বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি রয়েছে।
নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এবারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শিল্পতালুকে একটি বৈঠক রয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাপরিষদ এর সভাধিপতি দেবব্রত দাসের মারা গিয়েছেন। তাঁর জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছেন সহ সভাধিপতি শেখ সুফিয়ান। তৃণমূল সুপ্রিমোর সামনেই খড়গপুর শিল্পতালুকের বৈঠকে নতুন জেলা পরিষদের সভাধিপতি নিবার্চন করা হতে পারে। এজন্য এই বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে এই বৈঠক থেকে পূর্ব মেদিনীপুর তৃণমূল নেতৃত্বকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই রাজনৈতিক মহলের ব্যাখ্যা।
advertisement
advertisement
যদিও পরের দিন বুধবার তিনি নিমতৌরি যাবেন পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে। এই  বৈঠক থেকে দীঘার মেরিন ড্রাইভ তিনি উদ্বোধন করতে পারেন। তাজপুর,শংকরপুর, দীঘা জুড়ে সমুদ্রকূল ধরে এই মেরিন ড্রাইভ তৈরির কাজ পূর্ত দফতর অনেক দিন আগেই শেষ করে ফেলেছে। এখনও চূড়ান্ত হয়নি তিনি প্রসাসনিক বৈঠক থেকেই এর উদ্বোধন করতে পারেন বলেই নবান্ন সূত্রে খবর। কারণ মুখ্যমন্ত্রী প্রচেষ্টাতেই নানা প্রশাসিনক জটিলতা কাটিয়ে এই মেরিন ড্রাইভ তৈরি করা সম্ভব হয়েছে।
advertisement
১৫ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরে ‘জব ফেয়ার’ এর আয়োজন করা হয়েছে।  আইটিআই, উৎকর্ষ বাংলা থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের জন্য জব ফেয়ারের আয়োজন করেছে রাজ্য সরকারের কারিগরি সহায়ক শিক্ষা দফতর। বেকার যুবকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাকে নিয়ে এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। যদিও সোমবার নেতাজি ইন্ডো স্টেডিয়াম থেকে এই জব ফেয়ারের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
SOMRAJ BANDOPADHYAY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ৪ দিনের দুই মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী,নজরে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement