হোম /খবর /দেশ /
সে কী, এমনও হয়? লঙ্কার ভিতরে ম্যাগি দিয়ে মির্চি-ম্যাগি! তুমুল ভাইরাল রেসিপি

Viral Picture: সে কী, এমনও হয়? লঙ্কার ভিতরে ম্যাগি দিয়ে মির্চি-ম্যাগি! তুমুল ভাইরাল রেসিপি

সে কী, এমনও হয়? লঙ্কার ভিতরে ম্যাগি দিয়ে মির্চি-ম্যাগি! তুমুল ভাইরাল

সে কী, এমনও হয়? লঙ্কার ভিতরে ম্যাগি দিয়ে মির্চি-ম্যাগি! তুমুল ভাইরাল

কয়েকদিন আগেই কলকাতার এক ফাস্ট ফুডের দোকানে ম্যাগি ফুচকা তুমুল শোরগোল ফেলেছিল নেটপাড়ায় (Viral Picture)।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কয়েকদিন আগেই কলকাতার এক ফাস্ট ফুডের দোকানে ম্যাগি ফুচকা তুমুল শোরগোল ফেলেছিল নেটপাড়ায় (Viral Picture)। এবার ফের ম্যাগির ব্যবহার দেখে চোখ কপালে উঠছে নেটিজেনের। লঙ্কার ভিতরে ম্যাগির স্টাফ? এমন দেখেছেন কখনও এর আগে? এ ভাবেও যে ম্যাগি খাওয়া যায়, বা ভাজা খাওয়ার এই বড় বড় লঙ্কাগুলির ভিতরে ম্যাগি ব্যবহার করা যায় তা বোধহয় এই ছবি না দেখলে জানাই যেত না। স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি (Viral Picture)।

ম্যাগি নিয়ে সাধারণত নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা করাই হয়। ডিম দিয়ে, মাংস দিয়ে, সবজি দিয়ে, লঙ্কার কুচি ফেলে-- নানা ভাবে ম্যাগি বানিয়ে খান অনেকে। তবে ভাজা খাওয়ার লঙ্কার ভিতরে ম্যাগি দিয়ে স্টাফ ভরে এভাবে হয়তো খুব কম লোকই খেয়েছেন। আসলে, সময়ের সঙ্গে সঙ্গে খাবারের অভ্যেসে বদল এসেছে। আর ম্যাগি এমন একটি খাবার যা চটজলদি বানিয়ে ফেলা যায়। মাঝরাতে খিদে পেলে, বেড়াতে গিয়ে কোনও খাবার পছন্দ না হলে, দেরি হয়ে গেলে, বাড়িতে বাজার না থাকলে-- নানা সময় ম্যাগি দিয়ে সামাল দেন অনেকেই। তবে এভাবে লঙ্কায় লুকিয়ে ম্যাগির স্টাফ এবার নতুন করে নজর কেড়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার হওয়ার পর থেকেই ভাইরাল হয়েছে এটি (Viral Picture)। অনেকেই এটিকে প্রশংসা করেছেন, অনেকেই আবার নাক কুঁচকেছেন। কারও মতে, দারুণ ফিউশন হতে পারে এই মিরচি-ম্যাগি। অনেকে আবার বলছেন, জঘন্য। তবে নেটপাড়ায় ম্যাগি দিয়ে আর কী কী হতে পারে তা শেয়ার করার ধুম পড়ে গিয়েছে। এক ইউজার শেয়ার করেছেন ম্যাগি আইসক্রিমের ছবি। কেউ আবার ম্যাগি ফুচকার ছবি।

এবারের পুজোয় বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই মির্চি-ম্যাগি। বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন এই ফিউশন-রেসিপি। ভালো না লাগলে, পরে আর বানাবেন না। কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন এই মির্চি-ম্যাগি।

আরও পড়ুন: ফুচকায় চকোলেট-ম্যাগি-চিকেন-কর্ন চিজ-সহ প্রায় ১৫ রকম! 'ফুচকাম্যান'-এর অভিনব প্রয়াস...

Published by:Raima Chakraborty
First published:

Tags: Durga Puja 2021, Maggi, Recipe, Resto-puja-2021