Viral News: ফের দেখা দিল বিষধর গোখরো, আতঙ্কে হুড়োহুড়ি গ্রামে! মারাত্মক কাণ্ড
- Published by:Raima Chakraborty
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Viral News: কোরবা বনাঞ্চল ও সংলগ্ন এলাকায় কেউটে সাপের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে।
কোরবা: বর্ষায় পরিস্থিতি মারাত্মক হয়ে উঠেছিল। সাপের তাণ্ডবে অস্থির হয়ে উঠেছিলেন ছত্তিসগঢ়ের কোরবা বনাঞ্চল ও সংলগ্ন গ্রামের বাসিন্দারা। মাঝে কয়েকটা দিন নিশ্চিন্তে কাটানো গেলেও হেমন্তে ফের শুরু হয়েছে সাপের বাড়-বাড়ন্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোরবা বনাঞ্চল ও সংলগ্ন এলাকায় কেউটে সাপের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। আর তারই জেরে সংলগ্ন গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। গত কয়েকদিন ধরেই তাঁরা ফের উৎকণ্ঠায় ভুগছেন।
আরও পড়ুন: জানেন কি ব্লাড সুগার কেন হয়? সময় থাকতে সতর্কতা নিন, রইল বিশেষজ্ঞের টিপস
জানা গিয়েছে, কোরবা এলাকায় আবারও সাপের উৎপাত শুরু হচ্ছে। কোরবা বন বিভাগের পাসরখেত রেঞ্জ এলাকায় কয়েকজন বাসিন্দা একটি বড় গোখরো সাপের দেখা পেয়েছিলেন। দেরি না করে তাঁরা প্রায় সঙ্গে সঙ্গেই বিষয়টি বন বিভাগকে জানান। বন দফতরের কর্মী ও আধিকারিকেরা গিয়ে ওই সাপটিকে উদ্ধার করে।
advertisement
advertisement
আরও পড়ুন: ইনসুলিন গাছ চেনেন? বাড়িতে গাছটি টবে রাখুন ও পাতা খান, অচিরেই ডায়াবেটিস ছুমন্তর!
এই পাসরক্ষেত এলাকায় গোখরো সাপের উৎপাত সব সময়ই থাকে। এলাকার বাসিন্দারা বিষধর এই সরীসৃপটিকেই সব থেকে বেশি ভয় পান। শীত পড়ার আগে ফের গ্রামের কাছে বিরাটাকার গোখরো দেখা দেওয়ায় খানিকটা অবাকই হয়েছেন বাসিন্দারা। একই সঙ্গে পুরনো আতঙ্ক ফিরে এসেছে তাঁদের চোখে-মুখে।
advertisement
কালো রঙের লম্বা এই সরীসৃপটিকে মানুষ খুব ভয় পায়। পথের ধারে সাপটিকে দেখেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। গ্রামেরই কয়েকজন বাসিন্দা তড়িঘড়ি বন বিভাগে খবর দেয়।
ফরেস্ট রেঞ্জ অফিসার তোশি যাদব বলেন, গ্রামবাসীদের থেকে খবর আসে। আমাদের কর্মীরা সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যায়। পরে টিম ইনচার্জ জিতেন্দ্র সারথি দক্ষতার সঙ্গে বৃহদাকার গোখরোটিকে উদ্ধার করেন।
advertisement
কেন বার বার কোরবা!
আসলে কোরবা জেলার এই বনাঞ্চল খুবই ঘন। গোটা জেলায় এই একমাত্র এলাকা যা, কেউটে বা গোখরোর মতো বড়, বিষধর সাপের আবাস হয়ে উঠতে পারে। অনুকূল পরিবেশে এরা এখানে নিশ্চিন্ত বংশ বিস্তার করে।
তাই এর আগেও এই এলাকায় বহুবার গোখরো, কেউটের দেখা মিলেছে। এই প্রজাতির সাপের সংরক্ষণের জন্য, ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট, দেরাদুন একটি গবেষণাও করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 5:24 PM IST