বিনোদনের জগতে বিরাট দুঃসংবাদ! প্রয়াত শ্রীনিবাসন, হাসির আড়ালে সমাজের আয়না ধরেছিলেন যিনি!

Last Updated:

শ্রীনিবাসন, মালয়ালম চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার, ৬৯ বছর বয়সে প্রয়াত। তাঁর সততা ও রসবোধ মালয়ালম সিনেমায় নতুন ধারার জন্ম দিয়েছিল।

News18
News18
মালয়ালম চলচ্চিত্রজগতের প্রখ্যাত অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক শ্রীনিবাসন প্রয়াত। শনিবার, ২০ ডিসেম্বর, ৬৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ম্যাথ্রুভূমি। তাঁর প্রয়াণে দক্ষিণী সিনেমা হারাল এমন এক কণ্ঠস্বর, যিনি বিনোদনের আড়ালে সমাজের অসংগতি, ভণ্ডামি ও মানুষের দৈনন্দিন সংগ্রামকে স্পষ্ট ভাষায় তুলে ধরতেন।
শ্রীনিবাসনের লেখার সবচেয়ে বড় শক্তি ছিল সততা। তীক্ষ্ণ রসবোধে ভর করে তিনি যে গল্প বলতেন, তা কখনও কেবল হাসির জন্য থামেনি—প্রতিটি দৃশ্যের পর দর্শককে ভাবতে বাধ্য করেছে। মধ্যবিত্তের টানাপড়েন, নৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক ও সামাজিক অসামঞ্জস্য—সবই তাঁর কলমে উঠে এসেছে সহজ, কিন্তু গভীর ভাষায়। ফলে তিনি শুধু চলচ্চিত্রকার নন, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেও পরিচিতি পান।
advertisement
advertisement
অভিনেতা হিসেবে শ্রীনিবাসনের উপস্থিতি ছিল স্বতন্ত্র। অতিনাটকীয়তা ছাড়াই চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করতে পারতেন তিনি। কমেডি হোক বা সিরিয়াস ভূমিকা—প্রতিটি চরিত্রেই ছিল বাস্তবের ছাপ। পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তিনি মালয়ালম সিনেমায় এমন এক ধারার জন্ম দেন, যেখানে হাস্যরস আর সামাজিক মন্তব্য একে অপরের পরিপূরক হয়ে উঠেছে।
advertisement
দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক জনপ্রিয় ও সমালোচক-স্বীকৃত ছবির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর লেখা ও পরিচালিত বহু ছবি আজও প্রাসঙ্গিক, কারণ সেগুলি সময়ের সীমা ছাড়িয়ে মানুষের চিরন্তন সমস্যার কথা বলে। সমসাময়িক অনেক নির্মাতার কাছেই শ্রীনিবাসন ছিলেন পথপ্রদর্শক—যিনি দেখিয়েছিলেন, বাণিজ্যিক সাফল্য আর সামাজিক দায়বদ্ধতা একসঙ্গে চলতে পারে।
তাঁর প্রয়াণে শুধু একজন শিল্পীর অবসান নয়, শেষ হয়ে গেল এমন এক ধারারও—যেখানে হাসি ছিল অস্ত্র, আর চিন্তা ছিল লক্ষ্য। মালয়ালম সিনেমা ও দর্শকের মনে শ্রীনিবাসন চিরকাল থেকে যাবেন সেই মানুষটি হিসেবে, যিনি হাসাতে হাসাতে সত্যটা বলে দিতেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিনোদনের জগতে বিরাট দুঃসংবাদ! প্রয়াত শ্রীনিবাসন, হাসির আড়ালে সমাজের আয়না ধরেছিলেন যিনি!
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement