Vantara Success Story: গভীর ক্ষত সারিয়ে মোতিপ্রসাদের বেঁচে ওঠার গল্প তৈরি হল ‘বনতারা’য়
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Vantara Success Story: গুজরাতের রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সে গ্রিন বেল্টে তৈরি বনতারা পৃথিবীজোড়া সংরক্ষণের বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিতে চায়৷
জামনগর, গুজরাত: মোতিপ্রসাদের জন্য বনতারা এক নতুন জীবনের ইঙ্গিত৷ এটি ভারতের প্রথম এমন কোনও উদ্যোগ৷ উদ্যোগতা ও পরিকল্পনা করেছেন ভবিষ্যৎদৃষ্টা ও আবেগপ্রবণ নেতা অনন্ত আম্বানি৷ এই প্রাণীটি রেসকিউ সেন্টারে যখন এসেছিল, তখন তাঁর দেহে অনেকগুলি ক্ষত ছিল৷ ক্ষত ছিল ত্বকে, পায়ে ছিল একাধিক ক্ষত, ছিল কানে ও সুঁড়ে৷ পায়ের হাঁটুতে এমন ক্ষত তৈরি হয়েছিল যে স্বাভাবিক ভাবে হাঁটার ক্ষমতা সে হারিয়েছিল৷ পিছনের পায়েও ছিল গভীর এক ক্ষত৷ সেই ক্ষত পৌঁছে গিয়েছিল একেবারে হাড় পর্যন্ত৷
গুজরাতের রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সে গ্রিন বেল্টে তৈরি বনতারা পৃথিবীজোড়া সংরক্ষণের বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিতে চায়৷ বিভিন্ন ধারায় বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে পশু চিকিৎসার ও সুরক্ষার একটি ক্ষেত্র গড়ে উঠেছে বনতারায়৷ সেখানে তৈরি হয়েছে একেবারে জঙ্গলের মতো একটি পরিবেশ, যেটি আহত পশুদের প্রাকৃতিক, সামাঞ্জস্যপূর্ণ ও জঙ্গলের সভ্যতার একটি স্বাধীনতা প্রদান করেছে৷
advertisement
প্রাথমিক বাধা টপকে, বনাতারার কর্মীরা অনেক নতুন-নতুন ধরণ আবিস্কার করেছে যাতে একটি হাতিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়৷ একটি গাড়ি পরিষ্কার করার স্প্রে-এর মতো যন্ত্র হাতির স্নানের জন্য ব্যবহার করা হয়, এ ছাড়া একটি লম্বা বাঁশের টুকরো দিয়ে আহত হাতির গায়ে মলম দেওয়া হয়৷ ব্যথা কমানোর জন্য খাওয়ার যে ওষুধ হাতিকে দেওয়া হয়, সেটিও একেবারে প্রাকৃতিক উপাদান, যেমন ফল, গুড়, রাগি লাড্ডু থেকে দেওয়া হয়৷ আরে মোতিপ্রসাদের ক্ষেত্রে তাঁর মাহুতের কাছে ফিরিয়ে দেওয়ার ফলেও উপকার হয়েছে অনেক৷
advertisement
advertisement
এর ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার পর দেখা যায়, হাতিটির দ্রুত, সামগ্রিক ভাবে চিকিৎসার দরকার৷ দিনে দু’বার করে হাতির ড্রেসিং করার ব্যবস্থা করা হয়৷ এ ছাড়া দেওয়া হয় অ্যান্টিবায়োটিক, পেনকিলার ও অন্য অনেকগুলি ওষুধ৷ নিয়মিত বিভিন্ন স্নায়ুর ওষুধও তাকে দেওয়া হয়৷ পাশাপাশি হাতির খাবারের দিকেও ছিল বিশেষ নজর৷ এ ছাড়াও পায়ের ক্ষত সারাতে বিশেষ রকম একটি রাবার ম্যাটও আনা হয়েছিল কানাডা থেকে৷
advertisement
চিকিৎসার ক্ষেত্রে প্রতি এক দিন অন্তর হাতিটিকে নার্ভ টনিক ইঞ্জেকশন দেওয়া হয়৷ তাতে দ্রুত ক্ষত সারতে থাকে৷ দু’মাস খুব অত্যাধুনিক চিকিৎসার ফলে ও নিয়মিত ক্ষতে ড্রেসিং করার ফলে ধীরে ধীরে রোগ সারতে থাকে৷ মোতিপ্রসাদের খাবার ইচ্ছা বাড়তে থাকে৷ তিন মাসের মধ্যে সে একেবারে সেরে ওঠে৷ স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে থাকে৷ এখন সে প্রতিদিন আশ্রয়ের অন্য হাতিগুলিকে নিয়ে সকালে ও বিকেলে হাঁটতে বার হয়৷ গজরাজ নগরীতে তাঁদের যাতায়াত হয়৷
advertisement
মারাত্মক এক ক্ষত থেকে ক্রমে স্বাভাবিক, সুস্থ জীবনের দিকে যাওয়ার পথে কী ভাবে বেঁচে ওঠা যায়, মোতিপ্রসাদ তার উদাহরণ৷ বনাতারার একাগ্র চিকিৎসা তাঁকে বাঁচিয়ে তুলেছে৷ প্রতিনিয়ত বিশেষ চিকিৎসা ও নতুন পথের আবিস্কারের মধ্যমে তার স্বাস্থ্যদ্ধার হয়েছে, যা জীবনের সকলের কাছেই বিশেষ অনুপ্রেরণার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 5:20 PM IST