নয়াদিল্লি: রোগীহাসপাতালে ভর্তি না হলেও দিতে হবে মেডিক্লেমের টাকা! শুনে অবাক লাগছে? ভাবছেন, এমনটা আবার হয় নাকি! একমাত্র হাসপাতালে ভর্তি হলেই তো মেডিক্লেম-এর টাকা পাওয়া যায়। না, কনজিউমার ফোরামের এক নির্দেশে এবার দেশজুড়ে হইচই।
সম্প্রতি ভাদোদরার একটি কনসিউমার ফোরাম একটি ইনস্যুরেন্স ফার্মকে এমন নির্দেশ দিয়েছেন যা নিয়ে গোটা দেশে আলোচনা শুরু হয়েছে। আবেদনকারী রমেশচন্দ্র জোশী। ফোরাম নির্দেশ দিয়েছে, সেই ফার্মকে আবেদকারীর টাকা মিটিয়ে দিতে হবে।
আরও পড়ুন- নয়া রেকর্ড!বন্দে ভারতের চালকের আসনে মহিলা, চিনুন তাঁকে
ভাদোদরার ওই কনজিউমার ফোরাম-এর তরফে জানানো হয়েছে, এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। ফলে অনেক কম সময় হাসপাতালে রোগীকে ভর্তি রেখে চিকিৎসায় সারা মেলে। এমন পরিস্থিতিতে অনেক সময় কোনও রোগী ২৪ ঘণ্টারও কম সময় হাসপাতালে থাকেন। এদিকে, হাসপাতালের বিল হয় আকাশছোঁয়া।
ফোরাম নির্দেশ দিয়েছে, ২৪ ঘণ্টার কম সময় রোগী হাসপাতালে থাকলেও ক্লেইম করা টাকা মেডিক্লেম সংস্থাকে দিতে হবে। অনেক ক্ষেত্রে হাসপাতালে ভর্তি না হলেও মেডিক্লেমের টাকা পাবেন আবেদনকারী। তবে সেক্ষেত্রে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা হবে।
আবেদনকারী রমেশচন্দ্র জোশী একটি সংস্থার বিরুদ্ধে ক্লেইম-এর টাকা না দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ফোরাম নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন- মহিলা যাত্রী ঘুমোচ্ছিলেন বার্থে,গায়ে এসে মূত্র বিসর্জন টিটি-র,চরম পদক্ষেপ রেলের
রমেশচন্দ্র জোশী জানিয়েছিলেন, তাঁর স্ত্রী ২০১৬ সালে ডার্মাটোমায়োসাইটিস রোগে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় আহমেদাবাদের লাইফকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারে তিনি স্ত্রীকে ভর্তি করেন।
হাসপাতালে ভর্তির পর দিনই তাঁর স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়েছিল। অথচ বিল হয়েছিল অনেক টাকার। সেই টাকা ক্লেইম করে তিনি পাননি। ক্লেইম-এর ৪৪ হাজার টাকা বিমা কোম্পানি তাদের 3.15 ধারা দেখিয়ে দেয়নি। এবার সেই টাকা সংস্থাকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল ফোরাম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mediclaim