Indian Railways: মহিলা যাত্রী ঘুমোচ্ছিলেন বার্থে, গায়ে এসে মূত্র বিসর্জন টিটি-র, চরম পদক্ষেপ রেলের

Last Updated:

Indian Railways:  মহিলা যাত্রীর গায়ে প্রস্রাবের অভিযোগ, চাকরি থেকে বরখাস্ত রেলের টিকিট পরীক্ষক। মহিলা যাত্রীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা জানাল রেল।

ভারতীয় রেল
ভারতীয় রেল
কলকাতা:  মহিলা যাত্রীর গায়ে প্রস্রাবের অভিযোগ। চাকরি থেকে বরখাস্ত করা হল রেলের টিকিট পরীক্ষককে। অমৃতসর থেকে শিয়ালদহগামী অকাল তখত এক্সপ্রেসের ঘটনা। মহিলার অভিযোগে, গ্রেফতার হয়েছিলেন টিকিট পরীক্ষক। এবার চাকরি থেকে বরখাস্ত করল উত্তর রেলওয়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই টিটিইর নাম মুন্না কুমার। তিনি বিহারের বাসিন্দা।
বিমানযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার কথা শোনা গিয়েছিল আগেই। সেই রেশ ফুরোয়নি এখনও। এবার রবিবার হাওড়াগামী অকাল তখত এক্সপ্রেসে এক মহিলার যাত্রীর শরীরে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মদ্যপ টিকিক পরীক্ষকের বিরুদ্ধে। ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে অমৃতসর থেকে ট্রেনে চেপে আসছিলেন। পথেই এই কাণ্ড! তবে ওই টিটিইকে জিআরপি পরে গ্রেফতার করেছে।
advertisement
advertisement
সূত্রের খবর, ট্রেনের কামরায় ঘুমিয়ে ছিলেন ওই মহিলা যাত্রী। তখন ওই টিটি মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে যাত্রীরা ছুটে চলে আসেন। এরপর মহিলার স্বামী ওই টিটিকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। ট্রেনটি লখনউয়ের চারবাঘ স্টেশনে পৌঁছলে তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়।
advertisement
এর আগে একাধিকবার বিমানের এক সহযাত্রী অপর সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ। এনিয়ে ওই যাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে নিউ ইয়র্ক-নিউ দিল্লি আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে এক পুরুষ যাত্রী তার সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ। গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলা যাত্রীর শরীরে অপর এক পুরুষ যাত্রী প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ।
advertisement
গোটা বিষয়টি নিয়ে ফের প্রশ্ন উঠেছে রেলে মহিলাদের নিরাপত্তা নিয়ে। যদিও রেলের দাবি, সুরক্ষার প্রশ্নে কোনও আপোষ তারা করছেন না। খোদ রেল মন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে চাকরি থেকেও বরখাস্ত করে দেওয়া হয়েছে।
 ABIR GHOSHAL
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: মহিলা যাত্রী ঘুমোচ্ছিলেন বার্থে, গায়ে এসে মূত্র বিসর্জন টিটি-র, চরম পদক্ষেপ রেলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement