Uttarkashi Tunnel Collapse Rescue: উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের ঘটনায় সন্তোষ ও স্বস্তি প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Uttarkashi Tunnel Collapse Rescue: উদ্ধারকর্মীদের পরিশ্রম ও প্রয়াসকে সারা দেশ কুর্নিশ জানিয়েছে বলে তাঁর মন্তব্য৷ দুঃসাধ্য উদ্ধার প্রক্রিয়াকে সফল করে তোলার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞদের কাছে
উত্তরকাশী : উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে তাঁর বার্তা ‘‘উত্তরাখণ্ডের টানেলে আটকে পড়া সব কর্মীদের উদ্ধার করা হয়েছে জেনে আমি নিশ্চিন্ত এবং খুশি৷ তাঁদের যন্ত্রণা পেরিয়েছে ১৭ দিনের বেশি৷ কারণ উদ্ধারকর্মীদের বাধাবিঘ্নের মুখে পড়তে হয়েছে৷ তবে শেষ পর্যন্ত দীর্ঘ কষ্টের পর মানবিক প্রচেষ্টার জয় হিসেবেই থাকবে এই ঘটনা৷’’ উদ্ধারকর্মীদের পরিশ্রম ও প্রয়াসকে সারা দেশ কুর্নিশ জানিয়েছে বলে তাঁর মন্তব্য৷ দুঃসাধ্য উদ্ধার প্রক্রিয়াকে সফল করে তোলার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞদের কাছে৷
১২ নভেম্বর উত্তরকাশীর ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গে কাজ করছিলেন শ্রমিকদের একটি দল। সাড়ে আট মিটার উঁচু এবং প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ সেই সুড়ঙ্গে কাজ করার সময় হঠাৎ ধসে পড়ে সুড়ঙ্গের একাংশ। অন্ধকার সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন ৪১ জন কর্মী। আটকে থাকা শ্রমিকদের মধ্যে ছিলেন এ রাজ্যের তিন বাসিন্দাও।
advertisement
I feel relieved and happy to learn that all the workers trapped in a tunnel in Uttarakhand have been rescued. Their travails over 17 days, as the rescue effort met with obstacles, have been a testament of human endurance. The nation salutes their resilience and remains grateful…
— President of India (@rashtrapatibhvn) November 28, 2023
advertisement
advertisement
শুরু হয় উদ্ধারপর্ব৷ কিন্তু প্রতিকূলতার জন্য সেখানেও দীর্ঘ সময় লেগে যায়৷ দেশবিদেশের প্রযুক্তি ও বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়৷ অবশেষে ‘র্যাট-হোল মাইনিং’ প্রক্রিয়ায় মঙ্গলবার উদ্ধার করা হল আটকে পড়া ৪১ জন শ্রমিককে৷ ১৭ দিনের দুঃসহ অপেক্ষার পর অন্ধকার থেকে আলোয় ফিরলেন তাঁরা৷ স্বস্তির আবহ ফিরল তাঁদের পরিবারেও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 28, 2023 10:56 PM IST










