Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীতে ‘হিরো’ এই ১২ র্যাট হোল মাইনার্স
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
এই এত বড় কর্মকাণ্ডের আসল ‘হিরো’দের কথা জানেন কি? যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে সুস্থ থাকল ৪১ প্রাণ।
উত্তরাখণ্ড: ১৭ দিন কেটেছে মাটির তলায়। অবশেষে মুক্তির আলো। সফল হল উদ্ধারকার্য। একে একে উপরে উঠে আসছেন আটকে থাকা শ্রমিকরা। সুস্থভাবে সুড়ঙ্গ থেকে বাইরে বের করে আনা হচ্ছে আটকে থাকা ৪১ শ্রমিকদের। কিন্তু এই এত বড় কর্মকাণ্ডের আসল ‘হিরো’দের কথা জানেন কি? যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে সুস্থ থাকল ৪১ প্রাণ।
এতদিন ধরে উত্কণ্ঠার প্রহর গুণেছে দেশবাসী। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে। ১৭ দিন আটকে থাকার পর উপরে এসেছেন ৪১ জন শ্রমিক। কিন্তু এই অসাধ্য করেছেন ১২ জন র্যাট মাইনরস।
advertisement
উদ্ধারের প্রায় সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর কেবল এই একটি রাস্তাই খোলা ছিল। ‘’র্যাট হোল মাইনিং বা ইঁদুর গর্ত মাইনিং। ইঁদুরের গর্ত খনন একটি বিতর্কিত এবং বিপজ্জনক প্রক্রিয়া। কিন্তু এই কঠিন কাজ সফল ভাবে সম্পন্ন করেছেন সুড়ঙ্গে উদ্ধারের ১২ জন হিরো।
advertisement
ইঁদুরের গর্ত খনন একটি বিতর্কিত এবং বিপজ্জনক প্রক্রিয়া। এটি খুব ছোট গর্ত (৪ ফুটের বেশি চওড়া নয়) খনন করে কয়লা তোলার একটি অভিনব পদ্ধতি। খনি শ্রমিকরা কয়লা সীমায় পৌঁছে গেলে, কয়লা উত্তোলনের জন্য পাশে টানেল তৈরি করা হয়। উত্তোলিত কয়লা কাছাকাছি ডাম্প করা হয় এবং পরে উত্থিত করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2023 9:09 PM IST