Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীতে ‘হিরো’ এই ১২ র‍্যাট হোল মাইনার্স

Last Updated:

এই এত বড় কর্মকাণ্ডের আসল ‘হিরো’দের কথা জানেন কি? যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে সুস্থ থাকল ৪১ প্রাণ।

প্রাণের ঝুঁকি নিয়ে ১২ জন ‘হিরো’ বাঁচালেন সিল্কিয়ারার আটকে থাকা শ্রমিকদের, শেষ হল লড়াই
প্রাণের ঝুঁকি নিয়ে ১২ জন ‘হিরো’ বাঁচালেন সিল্কিয়ারার আটকে থাকা শ্রমিকদের, শেষ হল লড়াই
উত্তরাখণ্ড: ১৭ দিন কেটেছে মাটির তলায়। অবশেষে মুক্তির আলো। সফল হল উদ্ধারকার্য। একে একে উপরে উঠে আসছেন আটকে থাকা শ্রমিকরা। সুস্থভাবে সুড়ঙ্গ থেকে বাইরে বের করে আনা হচ্ছে আটকে থাকা ৪১ শ্রমিকদের। কিন্তু এই এত বড় কর্মকাণ্ডের আসল ‘হিরো’দের কথা জানেন কি? যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে সুস্থ থাকল ৪১ প্রাণ।
এতদিন ধরে উত্‍কণ্ঠার প্রহর গুণেছে দেশবাসী। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে। ১৭ দিন আটকে থাকার পর উপরে এসেছেন ৪১ জন শ্রমিক। কিন্তু এই অসাধ‍্য করেছেন ১২ জন র‍্যাট মাইনরস।
advertisement
উদ্ধারের প্রায় সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর কেবল এই একটি রাস্তাই খোলা ছিল। ‘’র‍্যাট হোল মাইনিং বা ইঁদুর গর্ত মাইনিং। ইঁদুরের গর্ত খনন একটি বিতর্কিত এবং বিপজ্জনক প্রক্রিয়া। কিন্তু এই কঠিন কাজ সফল ভাবে সম্পন্ন করেছেন সুড়ঙ্গে উদ্ধারের ১২ জন হিরো।
advertisement
ইঁদুরের গর্ত খনন একটি বিতর্কিত এবং বিপজ্জনক প্রক্রিয়া। এটি খুব ছোট গর্ত (৪ ফুটের বেশি চওড়া নয়) খনন করে কয়লা তোলার একটি অভিনব পদ্ধতি। খনি শ্রমিকরা কয়লা সীমায় পৌঁছে গেলে, কয়লা উত্তোলনের জন্য পাশে টানেল তৈরি করা হয়। উত্তোলিত কয়লা কাছাকাছি ডাম্প করা হয় এবং পরে উত্থিত করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীতে ‘হিরো’ এই ১২ র‍্যাট হোল মাইনার্স
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement